কিং খান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কাজল শহরে নেই। কারণ শ্যুটিংয়ের জন্যই ও বাইরে গিয়েছে। তবে ওঁর তরফে অনেক ভালোবাসা সকলের জন্য পাঠিয়ে দিয়েছেন।’ শাহরুখের এই বক্তব্য ফ্যানপেজের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আর তাতেই অনুরাগীদের কৌতুহল নিরাসন হয়েছে।
করণ-রানি-শাহরুখ
দেখতে দেখতে ২৫টা বছর পার করে ফেলল কাজল-শাহরুখ-রানির ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার ১৫ অক্টোবর ছবির তিনটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ-রানি ও করণ। কিন্তু দেখা গেল না কাজলকে।
অনুরাগীদের কৌতুহলী প্রশ্ন, এমন একটা দিনে কেন এলেন না কাজল? সকলেই এদিন শাহরুখ-রানির পাশে কাজলকে দেখতে চাইছিলেন। অনুরাগীদের কৌতুহলী প্রশ্নের জবাবটা নিজেই দেন শাহরুখ। কিং খান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কাজল শহরে নেই। কারণ শ্যুটিংয়ের জন্যই ও বাইরে গিয়েছে। তবে ওঁর তরফে অনেক ভালোবাসা সকলের জন্য পাঠিয়ে দিয়েছেন।’ শাহরুখের এই বক্তব্য ফ্যানপেজের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আর তাতেই অনুরাগীদের কৌতুহল নিরাসন হয়েছে।