২ বছর আগে বাদ্যযন্ত্র কিন্নরকে নতুন ভাবে আবিষ্কার করার জন্য পদ্মশ্রী পেয়েছিলেন দর্শনম মগুলাইয়া। সম্প্রতি তাঁকে হায়দরাবাদে একটি কন্সট্রাকশন সাইটে দৈনিক মজদুর হিসেবে কাজ করতে দেখা গেল। তিনি সরকারের থেকে যে ১ কোটি টাকা ক্যাশ পেয়েছিলেন সেটা সংসারের খরচ এবং ধার শোধ করতেই বেরিয়ে গিয়েছে। ফলে বর্তমানে তাঁকে দু মুঠো খাবার জোগাড় করার জন্য পুনরায় কঠিন পরিশ্রম করতে হচ্ছে এই ৭৩ বছরে এসে।
২০২২ সালে তিনি চতুর্থ হাইয়েস্ট নাগরিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর সেই দর্শনম মগুলাইয়া কিনা বর্তমানে হায়দরাবাদে শ্রমিক হিসেবে কাজ করছেন! তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমার এক ছেলে ভীষণই অসুস্থ। ওর আর আমার চিকিৎসার জন্য প্রতি মাসে ৭০০০ টাকার ওষুধ লাগে। এছাড়া নিয়মিত ব্লাড টেস্টের খরচও আছে।' তিনি আরও জানিয়েছেন যে তাঁর ৯ সন্তানের মধ্যে ৩ জন ইতিমধ্যেই অসুস্থতার কারণে মারা গিয়েছে। তিনজন বিবাহিত এবং বাকিরা ছাত্র। পড়াশোনা করছে।
কিন্তু দুই বছরে এক কোটি টাকা শেষ! এই বিষয়ে তিনি জানিয়েছেন ওই এক কোটি টাকা দিয়ে তিনি তাঁর তিন সন্তানের বিয়ে দিয়েছেন। এবং হায়দরাবাদের মফঃস্বল এলাকায় জমি কিনেছেন। সেখানে বাড়ি বানাতে বানাতে তাঁর সব অর্থ ফুরিয়ে যায়। ফলে সেই কাজও মাঝপথে বন্ধ হয়ে রয়েছে। তবে কেবল এক কোটি টাকা নয়, সরকারের তরফে ৬০০ স্কোয়ার ইয়ার্ডের জমিও দেওয়ার কথা বলেছিল। কিন্তু সেই জমি তিনি এখনও পাননি।