কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিনয় মিশ্র আবার তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিনয়ের ভাই গ্রেফতার হতেই তাই তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অভিষেককে ঠেস মেরেই শুভেন্দুর কটাক্ষ, ‘কান ধরে ফেলেছে। এবার মাথাকে ধরতে হবে।’তিনি আসলে কী বলতে চেয়েছেন, তা খোলসা করেও বললেন শুভেন্দু। অভিষেকের দিকে আঙুল তুলে শুভেন্দু বলেন, ‘বিনয়, বিকাশরা তো কালেক্টর ছিলেন। কয়লা ও গরু পাচারের টাকা তো পৌঁছে যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে। এবার তোলাবাজ ভাইপোকেও ধরতে হবে।’ইডি সূত্রে খবর, দিল্লিতে ধরা পড়েছেন বিনয়ের ভাই বিকাশ মিশ্র। তাঁকে ছ'দিনের হেফাজতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনায় মূল অভিযুক্ত বিনয় মিশ্রকে ধরতে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। বিনয় এখনও ফেরার। ইডি ও সিবিআই সূত্রে খবর, বিনয়ের হয়ে গোটা ব্যবসা সামলাতেন বিকাশ। গত এক মাস ধরে দিল্লিতে গা ঢাকা দিয়েছিলেন তিনি। সম্প্রতি বার বার তাঁকে তলব করা সত্বেও তিনি হাজিরা দেননি। শেষমেষ ইডি বিকাশকে ধরে ফেলতে সক্ষম হয়।