
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজই গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। সকাল আটটায় শুরু হয় ভোটগ্রহণ পর্ব। আজ মোট ৮৯টি আসনে ৭০০-রও বেশি প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে। তাঁদের মধ্যে একজন হলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। এই আবহে ভোটগ্রহণ পর্ব শুরুর আগেই আজ রাজ ঠাকরের একটি পুরোনো ভিডিয়ো টুইটারে পোস্ট করেন ভারতীয় অলরাউন্ডার। ভিডিয়োতে নরেন্দ্র মোদীর প্রশংসা করতে দেখা যাচ্ছে বাল ঠাকরেকে। সঙ্গে ক্যাপশনে জাদেজার বার্তা, ‘এখনও সময় আছে, গুজরাটিরা বুঝে নিন’। জাদেজার পোস্ট করা পুরোনো ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাল ঠাকরে বলছেন, ‘আমার শুধু একটাই কথা বলার আছে, নরেন্দ্র মোদী ছাড়া গুজরাট কিছুই না।’
উল্লেখ্য, ২০১৯ সালেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিভাবা। এবারের নির্বাচনে তাঁকে জামনগর থেকে প্রার্থী করে বিজেপি। জামনগর উত্তরের বিদায়ী বিধায়ক ধর্মেন্দ্র সিং জাদেজাকে এবার টিকিট দেয়নি গেরুয়া শিবির। এহেন রিভাবার বিরুদ্ধে প্রচার করেছিলেন তাঁরই শ্বশুর এবং ননদ। তবে রবীন্দ্র জাদেজা পুরো সময় নিজের স্ত্রীর পাশেই ছিলেন। রবীন্দ্র জাদেজার কথায়, রিভাবার সমাজসেবার দিকে ঝোঁক ছিল, সেজন্যই রাজনীতিতে আসা। এবারের ভোটে দাঁড়িয়ে সে অনেক কিছু শিখবে বলেই মনে করেন ভারতীয় অলরাউন্ডার।
এদিকে এদিন রাজকোটে সকাল সকাল নিজের ভোট দেন রিভাবা জাদেজা। ভোটদানের পর তিনি বলেন, ‘কোনও অসুবিধা নেই (তাঁর বিরুদ্ধে শ্বশুর প্রচার করায়)। একই পরিবারে ভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে। আমি জামনগরের মানুষের উপর আস্থা রেখেছি। আমরা সামগ্রিক উন্নয়নে মনোনিবেশ করব এবং এবারও বিজেপি ভালো ব্যবধানে জয়ী হবে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports