
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কংগ্রেসের একেবারে শোচনীয় অবস্থা। মধ্য়প্রদেশে একাধিক কংগ্রেস বিধায়কের অভিযোগ তাঁরা তাঁদের নিজেদের গ্রামেই ৫০ ভোটও পাননি। এই ঘটনায় হতবাক কংগ্রেস নেতা কমল নাথ। এদিকে এবার যত দোষ গিয়ে পড়ছে ইভিএমের ঘাড়ে। কংগ্রেস এমপি দিগ্বিজয় সিংয়ের দাবি, যে মেশিনে চিপ যুক্ত থাকে তা হ্য়াক করা সম্ভব।
ছত্তিশগড়, রাজস্থান হাতছাড়া হয়েছে কংগ্রেসের। সেই সঙ্গেই মধ্য়প্রদেশেও জিততে পারেনি কংগ্রেস। কেবলমাত্র তেলেঙ্গানা নিয়ে খুশি থাকতে হচ্ছে কংগ্রেসকে। সেই পরিস্থিতিতে এবার হারের কারণ কাটাছেঁড়া শুরু করেছে কংগ্রেস শিবির। আর তারপরই সামনে এল বিস্ফোরক অভিযোগ।
মধ্য়প্রদেশে সব মিলিয়ে বিজেপি পেয়েছে ১৬৩টি আসন। আর কংগ্রেস পেয়েছে ৬৬টি আসন। সরকার গড়বে বিজেপি। এক্সিট পোলের হিসেবকে উড়িয়ে দিয়েছে এই ফলাফল। সরকার গড়ার ধারেকাছে নেই কংগ্রেস। এককথায় শোচনীয় ফলাফল।
এদিকে এবার কমল নাথ ছিলেন কংগ্রেসের অন্য়তম মুখ। তাঁর নেতৃত্বে ভোটে লড়েছিল কংগ্রেস। কিন্তু তারপর দেখা যায় কংগ্রেসের হাল বেশ খারাপ। জেতার ধারে কাছে নেই তারা। তবে ইতিমধ্য়েই একাধিক কংগ্রেস নেতা ইভিএম হ্য়াক করে বিজেপি এসব করেছে বলে দাবি করতে শুরু করেছেন। তবে কমল নাথ কিন্তু সরাসরি সেই রাস্তায় হাঁটতে রাজি নন।
কংগ্রেসের পোড় খাওয়া নেতা কমল নাথ। সরাসরি তিনি এনিয়ে কোনও সিদ্ধান্তে আসতে চান না। তাঁর মতে, আলোচনা না করে এখনই কোনও সিদ্ধান্তে আসাটা ঠিক হবে না। প্রথম সকলের সঙ্গে কথা বলতে হবে। তবে তাঁর মতে জনতার মনোভাব সব কংগ্রেসের দিকে ছিল। কিন্তু এমনটা হল কী করে?
তিনি সাংবাদিকদের বলেন, আমায় কেন প্রশ্ন করছেন? জনতাকে প্রশ্ন করুন। কিছু এমএলএ বলছেন তাদের নিজেদের গ্রামেই তাঁরা ৫০ ভোটও পাননি। এটা কীভাবে সম্ভব?
তবে ভোটে সবই সম্ভব। কীভাবে এই ফলাফল হল তা ভেবে কূল পাচ্ছেন না তারা। তবে তিনি অবশ্য় আগেই বলেছিলেন জনতার রায় তিনি মাথা পেতে নিচ্ছেন। বিরোধী হিসাবে জনতার কাজ তারা করে যাবেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports