
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
‘রামজির মতো ভাই পেয়েছি। রামজির মতো বাবা পেয়েছি, আমরা আপনার ছোট মেয়ের মতো’- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনই বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। যিনি সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আন্দোলনেও যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে সন্দেশখালির প্রসঙ্গেও কথা বলেন মোদী। নয় মিনিটের ফোনালাপে রেখার মনোবল বাড়ান তিনি। তাঁকে ‘শক্তিস্বরূপা’ হিসেবেও উল্লেখ করেন। তাঁদের মধ্যে কী কী কথা হল, কে কী বললেন, তা দেখে নিন এখানে।
নরেন্দ্র মোদী: রেখাজি নমস্কার।
রেখা পাত্র: নমস্কার প্রধানমন্ত্রীজি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নরেন্দ্র মোদী: সবার প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাই (পুরোটা বাংলায় বলেন মোদী)। আপনি একটা বড় দায়িত্ব পালন করতে চলেছেন। এখন কেমন লাগছে?
রেখা পাত্র: খুব ভালো লাগছে। আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপর আছে। সন্দেশখালির মা-বোনেদের উপরে আপনার আশীর্বাদের হাত আছে। আমাদের কাছে আপনি ঈশ্বরের মতো। মনে হচ্ছে যেন রামজি আমাদের সঙ্গে আছেন। রামজির আশীর্বাদের হাত আমারদের মাথার উপর আছে।
নরেন্দ্র মোদী: আসলে মা-বোনেদের আশীর্বাদের হাত আমার মাথার উপরে আছে। রেখাজি, আপনার মেসেজ পেয়েছি আমি। বিজেপির কর্মকর্তাদের সঙ্গে যতটা কথা বলে যাওয়া যায়, সেই চেষ্টা করছি। আমি জানি যে আপনি বাংলায় বিরোধী দলের সদস্য হিসেবে (লোকসভা ভোটের) প্রচার করছেন। যখন (বসিরহাটের বিজেপি প্রার্থী) হিসেবে আপনার নাম ঘোষণা করা হল, তখন চারপাশের পরিবেশ কেমন হল? আপনার কেমন লাগছিল? কেমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল? সেটা পুরোটা জানতে চাই।
রেখা পাত্র: আমাদের যে ঘটনা ঘটেছিল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু সন্দেশখালির মা-বোনেরা নন, পুরো বসিরহাট লোকসভা কেন্দ্রের মা-বোনেরা অত্যাচারের শিকার হয়েছেন। আমাদের উপর যারা অত্যাচার করেছে, তারা জেলে চলে গিয়েছে। আমরা চাই যে ওরা সাজা হোক।
আরও পড়ুন: Rekha Patra: 'রাম মন্দির প্রতিষ্ঠা হওয়াতেই সন্দেশখালির মহিলারা প্রতিবাদ করার সাহস পেয়েছেন'
৳7,777 IPL 2025 Sports Bonus