কলকাতার রেড রোডে ইদের নমাজের মঞ্চে রাজনৈতিক বক্তব্য রাখায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করল বাম ও বিজেপি। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যের সমালোচনা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। এমনকী নৈতিকতার বোধ থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতেন বলে মন্তব্য করেন বিকাশবাবু।
সুকান্তর আক্রমণ
এদিন মমতাকে আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন, ‘ইদের মতো একটা ধর্মীয় মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে রাজনৈতিক বক্তব্য রাখছেন এতে ইদের মঞ্চকে ছোট করা হচ্ছে। ইদের মঞ্চ থেকে এই ধরণের কথা বলা উচিত নয়, ধর্মীয় কথাই বলা উচিত। শান্তি সৌহার্দ্যের কথা বলা উচিত। সয়নে - স্বপনে মুখ্যমন্ত্রী যে সব সময় ইডি - সিবিআই দেখছেন, কেন্দ্রীয় এজেন্সি দেখছেন, এর মানে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, ওনার কাছের কেউ হয়তো কেন্দ্রীয় এজেন্সির হাতে পড়তে পারে। এই ভয় ভালো। চোরেরা যদি ভয় পায় সেটা ভালো জিনিস’।
আশঙ্কা প্রকাশ বিকাশের
মমতাকে আক্রমণ করেন বিকাশরঞ্জনবাবুও। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে নষ্ট করতে চাইছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে গোটা দেশে মোদীর যেমন একটা ভূমিকা রয়েছে, মমতা পশ্চিমবঙ্গে সেটা ত্বরান্বিত করছেন। মোদীর হাতকে শক্ত করছেন। প্রত্যেকটা কেন্দ্রীয় সংস্থা এখানে আদালতের নির্দেশে তদন্ত করছে। সেই আদালতকেও এখানে অবমাননা করা হচ্ছে। এই ভদ্রমহিলা মারাত্মক ক্ষতি করছেন, গোটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংবিধানের’।