বিগত ২৭ বছর ধরে টানা বিজেপির শাসন বজায় থেকেছে গুজরাটে। গতবারের নির্বাচনে কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই দিলেও শেষ হাশি হেসেছিল বিজেপি। এবারে বিজেপির সামনে আবার জোড়া চ্যালেঞ্জ – কংগ্রেস, আম আদি পার্টি। এতে অবশ্য বিরোধী দলের ভোট কাটাকাটি হয়ে বিজেপির লাভ হবে কি না, সেদিকে অনেকেরই নজর। এই আবহে আজ গুজরাটের ৮৯ আসনে ভোট। গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের যাবতীয় লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
01 Dec 2022, 05:51 PM IST
মাত্র ৫৭% ভোট পড়ল গুজরাটের প্রথম দফার নির্বাচনে, আমদাবাদে রোড শো মোদীর
প্রথম দফায় মাত্র ৫৭ শতাংশের মতো ভোট পড়ল গুজরাটের বিধানসভা নির্বাচনে। ইতিমধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। তারইমধ্যে আজ আমদবাদে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
01 Dec 2022, 12:54 PM IST
ভোটে বিলম্ব ঘটানোর অভিযোগ AAP-এর
গুজরাটে আম আদমি পার্টির প্রধান গোপাল ইটালিয়া দাবি করেন যে কাটাগ্রাম কেন্দ্রে ইচ্ছে করে ভোটদানের দেরি ঘটানো হচ্ছে।
01 Dec 2022, 12:52 PM IST
ব্র্যান্ড মোদীতে ভরসা
গুজরাটে বিজেপির সভাপতি সিআর পাটিল ভোটদান করে প্রধানমন্ত্রী নরেন্দর্ মোদীর ওপরই ভরসা দেখান। তাঁর মতে ব্র্যান্ড মোদীতেই ফের জয়ী হবে বিজেপি।
জামনগরে ভোটদান করেন রবীন্দ্র জাদেজা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তিনি তাঁর স্ত্রীর সঙ্গেই আছেন।
01 Dec 2022, 08:30 AM IST
ভোট দিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রিভাবা জাদেজা
রাজকোটে সকাল সকাল নিজের ভোট দিলেন বিজেপির প্রার্থী রিভাবা জাদেজা। তিনি জামনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটদানের পর তিনি বলেন, ‘কোনও অসুবিধা নেই (তাঁর বিরুদ্ধে শ্বশুর প্রচার করায়)। একই পরিবারে ভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে। আমি জামনগরের মানুষের উপর আস্থা রেখেছি। আমরা সামগ্রিক উন্নয়নে মনোনিবেশ করব এবং এবারও বিজেপি ভালো ব্যবধানে জয়ী হবে।’
01 Dec 2022, 08:27 AM IST
সবাইকে ভোটদানের আহ্বান মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইট করে লেখেন, ‘আজ গুজরাট নির্বাচনের প্রথম পর্ব। আজ সকলকে, বিশেষ করে রেকর্ড সংখ্যক প্রথমবারের ভোটারদের তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।’
01 Dec 2022, 07:43 AM IST
পাতিদার ফ্যাক্টর
কচ্ছ-সৌরাষ্ট্রে পাতিদার ভোটাররা বেশ প্রভাব ফেলে। গতবার পাতিদার নেতা হার্দিক প্যাটেল ছিলেন কংগ্রেসে। তবে এবার তিনি দল বদলে বিজেপিতে। এদিকে আম আদমি পার্টিও পাতিদার ভোটারদের মন জয় করার চেষ্টা করেছে প্রচারে। অপরদিকে দক্ষিণ গুজরাটের আদিবাসী অধ্যুষিত এলাকায় ভালো ফল করার আশায় কংগ্রেস।
01 Dec 2022, 07:43 AM IST
গতবারের নির্বাচনের ফলাফল
আজ যে ৮৯ আসনে ভোটগ্রহণ হবে, গতবার সেই আসনগুলির মধ্যে ৪৮টি জিতেছিল বিজেপি, ৩৮টি কংগ্রেস, ২টি বিটিপি ও একটি এনসিপি। এবার লড়াইয়ে আছে আপও। এবারে মূল্যবৃদ্ধি থেকে কৃষিতে সমস্যা, মৌরবি দুর্ঘটনা ইস্যু করে প্রচার চালিয়েছে বিরোধীরা।
01 Dec 2022, 07:43 AM IST
৭৮৮ প্রার্থীর ভাগ্যপরীক্ষা আজ
সবমিলিয়ে মোট ৭৮৮ প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে আজ। জামনগর উত্তর থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিজেপির রিভাবা জাদেজা যিনি ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী। মৌরবিতে বিধায়ক তথা মন্ত্রীকে টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে বিজেপির টিকিট পেয়েছেন জলে নেমে উদ্ধারকাজে হাত লাগানো প্রাক্তন বিজেপি বিধায়ক। আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদন গাধবি লড়ছেন খাম্বালিয়া থেকে। আপের রাজ্য সভাপতি গোপাল ইটালিয়া লড়ছেন কাটারগ্রাম থেকে।
01 Dec 2022, 07:43 AM IST
১৯টি জেলার ৮৯ আসনে ভোটগ্রহণ আজ
দক্ষিণ গুজরাট ও কচ্ছ-সৌরাষ্ট্রের ১৯টি জেলার ৮৯ আসনে ভোট অনুষ্ঠিত হবে আজ। ৮৯টি আসনের মধ্যেই রয়েছে মৌরবি। এই মৌরবিতেই সেতু ভেঙে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৪১ জন। এই এদিকে সুরাট অঞ্চলে আম আদমি পার্টির ভালো ভিত রয়েছে। এই আবহে বিজেপি কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে পারে আজ। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি ভোটগ্রহণ পর্ব চলবে আজ।