বিধানসভা ভোটে সবুজ ঝড়ে ভিত নড়বড় হয়ে গিয়েছিল। পুরভোটে মালদহ এবং মুর্শিদাবাদ থেকে কার্যত উপড়ে গেল কংগ্রেস। এমনকী অধীর চৌধুরীর গড়েও পুরসভা 'হাত'ছাড়া হল। যা প্রায় তিন দশক কংগ্রেসের দখলে ছিল। দুই জেলার সব পুরসভায় জিতল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র বেলডাঙা পুরসভার ভাগ্য এখনও ঝুলে আছে। সেখানে ১৪ টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জিতেছে তৃণমূল। চারটি ওয়ার্ডে নির্দল প্রার্থীরা। তিনটি ওয়ার্ড গিয়েছে বিজেপির ঝুলিতে। ফলে বেলডাঙা পুরসভাও তৃণমূলের দখলে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলে মত রাজনৈতিক মহলের।
পুরাতন মালদহ: ১৭ টি আসনে জিতেছে তৃণমূল। বিজেপির দখলে গিয়েছে দুটি ওয়ার্ড। নির্দল প্রার্থী জিতেছেন একটি ওয়ার্ডে।
02 Mar 2022, 11:45 AM IST
ইংরেজবাজারে তৃণমূলের সামনে টিকতে পারল না কোনও দল
ইংরেজবাজার পুরসভা: ১,৪৩৩ ভোটে ইংরেজবাজারে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। ১৩ নম্বর ওয়ার্ডে ২,২১৬ ভোটে জয়ী বিজেপির অম্লান ভাদুড়ি।৪,৫,৬ এবং ১০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল। এখনও পর্যন্ত ১৬ টি ওয়ার্ডে জয়ী ঘাসফুল শিবির। এগিয়ে ন'টি ওয়ার্ডে। আগেরবারও সেই পুরসভা ছিল তৃণমূলের দখলে। মোট ওয়ার্ড ২৯।
02 Mar 2022, 11:33 AM IST
পুরভোটে রাজ্যজুড়ে তৃণমূলের সবুজ ঝড়, দার্জিলিং দখল নয়া হামরো পার্টির
সবুজ ঝড় উঠল রাজ্যজুড়ে। তারইমধ্যে পাহাড়ে তৈরি হল নয়া রাজনৈতিক সমীকরণ। রাজ্যের ১০৭ টি (দিনহাটায় আগেই জয়ী) পুরসভার ভোটগণনায় একচ্ছত্র দাপট তৃণমূল কংগ্রেসের। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -
02 Mar 2022, 11:19 AM IST
অধীর যুগ শেষ? বহরমপুর দখল তৃণমূলের
বহরমপুরে জিতল তৃণমূল কংগ্রেস। আগে সেই পুরসভা ছিল কংগ্রেসের দখলে। গত পুরসভা ভোটে ২৬ টি আসনে জিতেছিল কংগ্রেস। তৃণমূলের ঝুলিতে গিয়েছিল দুটি ওয়ার্ড। এবার এখনও পর্যন্ত ২৮ টি ওয়ার্ডে তৃণমূল জিতছে বা এগিয়ে আছে। তার ফলে অধীর চৌধুরীর গড় ধসে গিয়েছে। বিধানসভা ভোটেও তাই হয়েছিল। প্রায় তিন দশক পরে পুরসভা হাতছাড়া হল কংগ্রেসের।
মালদহের দুটি পুরসভায় গেল তৃণমূল কংগ্রেসের দখলে। ইংরেজবাজার এবং ওল্ড মালদহে জয় ঘাসফুল শিবিরের।
02 Mar 2022, 09:40 AM IST
'হারিয়ে দিয়েছে দলের একাংশই', হারের পর দাবি তৃণমূল প্রার্থী
মুর্শিদাবাদ: সাত নম্বর ওয়ার্ডে হেরে গেলেন তৃণমূল প্রার্থী বিপ্লব চক্রবর্তী। সেই ওয়ার্ডে দু'জন নির্দল প্রার্থী ছিলেন। হারের পর তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁকে হারিয়ে দিয়েছে দলের একাংশই। তিনি বলেন, ‘এটা অন্তর্ঘাত। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনী সিং রায় দু'জনকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিলেন।’
02 Mar 2022, 09:38 AM IST
কে মেয়র হবেন ইংরেজবাজারে? এড়িয়ে গেলেন কৃষ্ণেন্দুনারায়ণ
জয়ের পর ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছেন, তাতে মানুষ ভরসা রেখেছেন। তবে কে মেয়র হবেন, তা দল ঠিক করবেন বলে জানিয়েছেন।
02 Mar 2022, 09:22 AM IST
কান্দি পুরসভা চলে গেল তৃণমূলের দখলে
কান্দি পুরসভা চলে গেল তৃণমূলের দখলে।
02 Mar 2022, 09:21 AM IST
ইংরেজবাজারে জয়ী প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ
ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে জয়ী প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
02 Mar 2022, 09:21 AM IST
কান্দি পুরসভায় ঘাসফুলের রমরমা
কান্দি পুরসভা: আটটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ২ নম্বর ওয়ার্ডে ৯৩৮ ভোট জিতেছে জয়দেব ঘটক। ৩ নম্বর ওয়ার্ডে ১,০৯৯ ভোটে জয়ী আনন্দ বারিক। ৪ নম্বর ওয়ার্ডে ১,১৪৫ ভোটে জয়ী সুকন্যা দত্ত। ১ নম্বর ওয়ার্ডে ১,৫৮৮ ভোটে জয়ী দেবাশিস চট্টোপাধ্যায়। ৫ নম্বর ওয়ার্ডে ১৬২ ভোটে জয়ী শান্তনু মজুমদার। ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পার্থী তপন ঘোষ ১৬৬ ভোটে জয়ী। ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কুমকুম চক্রবর্তী ৭৩৯ ভোটে জয়ী। ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌরী সিনহা বিশ্বাস ১,১৪৬ ভোটে জয়ী।
02 Mar 2022, 08:43 AM IST
কান্দি পুরসভার ২ ওয়ার্ডে জয়ী TMC
কান্দি পুরসভার দুটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
02 Mar 2022, 08:43 AM IST
মুর্শিদাবাদ পুরসভার ৩ ওয়ার্ডে জয়ী
মুর্শিদাবাদ পুরসভার তিনটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
02 Mar 2022, 08:11 AM IST
দুই ২৪ পরগনার হাইভোল্টেজ ভোট-যুদ্ধে শেষ হাসি কার? ট্রেন্ড কিছুক্ষণেই আসবে সামনে
দুই ২৪ পরগনার হাইভোল্টেজ ভোট-যুদ্ধে শেষ হাসি কার? ট্রেন্ড কিছুক্ষণেই আসবে সামনে – বিস্তারিত পড়ুন এখানে।
02 Mar 2022, 08:06 AM IST
মালদহ এবং মুর্শিদাবাদ কার? শুরু হল ভোটগণনা
মালদহ এবং মুর্শিদাবাদ কার? শুরু হল ভোটগণনা।
02 Mar 2022, 08:06 AM IST
দুই ২৪ পরগনার হাইভোল্টেজ ভোট-যুদ্ধে শেষ হাসি কার? ট্রেন্ড কিছুক্ষণেই আসবে সামনে
দুই ২৪ পরগনার হাইভোল্টেজ ভোট-যুদ্ধে শেষ হাসি কার? ট্রেন্ড কিছুক্ষণেই আসবে সামনে - বিস্তারিত পড়ুন এখানে।
02 Mar 2022, 07:54 AM IST
১০৮টি পুরসভার ফল প্রকাশ,বাংলার আকাশে উড়বে কোন আবীর?
বিধানসভা ভোটে ধসে পড়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর 'গড়'। পুরভোটে সেই মুর্শিদাবাদে পায়ের তলার জমি কিছু ফিরে পান নাকি তৃণমূল কংগ্রেসেই আবার অধীরকে ধাক্কা দেবে, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। মালদহের দুটি পুরসভায় আবার রেষারেষি তৃণমূল ও বিজেপির।
02 Mar 2022, 07:26 AM IST
মুর্শিদাবাদে কতগুলি পুরসভা আছে?
মুর্শিদাবাদে সাতটি পুরসভা পুরসভা আছে - মুর্শিদাবাদ, বহরমপুর, কান্দি, জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা এবং জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা।
02 Mar 2022, 07:26 AM IST
মালদহে কতগুলি পুরসভা আছে?
মালদহে দুটি পুরসভা আছে - ওল্ড মালদহ এবং ইংরেজবাজার পুরসভা।