
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল, মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়েছিলেন অমিত শাহ। রাজস্থানের নাগৌরে দীড়ওয়ানা-কুচামান এলাকায় তিনি 'রথ যাত্রায়' বেরিয়েছিলেন। সেই সময়ই তার রথ আটকে গিয়েছিল কেবল টিভির বৈদ্যুতিক তারের জটলার জেরে। জানা যায়, অমিত শাহের রথের ওপরের অংশে তারের আঘাতও লাগে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান অমিত শাহ। মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে। জানা গিয়েছে, অমিত শাহের কনভয় বিদিয়াড় গ্রাম থেকে পর্বতসারের দিকে যাচ্ছিল। ঘন বসতিপূর্ণ এলাকার মাঝখান দিয়ে যাচ্ছিল শাহের 'রথ'। রাস্তার দু'পাশে দোকানপাট ও বাড়ি ছিল। (আরও পড়ুন: 'শেষে ভিতরে ঢুকিও না... বাইরে করে দাও', যৌন মিলন নিয়ে বিতর্কিত মন্তব্য নীতীশের)
শাহের রথ যাত্রায় অংশ নেওয়া একজন সংবাদমাধ্যমকে জানান, রথের উপরের অংশ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। সেই সময় স্পার্কিং হয়। রথটি সেই রাস্তা দিয়ে যাওয়ার পর তারটি ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। এর ফলে রথের পিছনের অন্যান্য যানবাহন সঙ্গে সঙ্গে থেমে যায়। এ ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সেখানে এসে পৌঁছান। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এদিকে দুর্ঘটনার কারণে কনভয়ে থাকা লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়ায়। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্য গাড়িতে করে পর্বতসারে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে শাহ একটি সমাবেশে বক্তব্যও দেন।
উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থানে। এই আবহে মঙ্গলবার দলীয় প্রার্থীদের সমর্থনে নাগৌরের কুচামান, মাকরানা এবং পর্বতসারে তিনটি সমাবেশে বক্তৃতা করেন শাহ। এরই মাঝে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তবে এর জেরে প্রচার থামাননি তিনি। এই ঘটনার বিষয়টি জানতে পেরে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
এদিকে মঙ্গলে প্রতিটি সমাবেশেই নিজের ভাষণে অমিত শাহ কংগ্রেস সরকারকে দুর্নীতি ও তুষ্টিকরণের রাজনীতির জন্য অভিযুক্ত করেন। তিনি অশোক গেহলটের সরকারকে 'রাজস্থানের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার' আখ্যা দেন। শাহ বলেন, 'লাল রং দেখেই রেগে যান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী সর্বত্র লাল ডায়েরি দেখেন। দিল্লিতে, সোনিয়া গান্ধী তার ছেলে রাহুল গান্ধীকে লঞ্চ করতে ব্যস্ত। আর রাজস্থানে, অশোক গেহলট তাঁর ছেলে বৈভব গেহলটকে লঞ্চ করতে ব্যস্ত। আর এসবের মাধে প্রধানমন্ত্রী মোদী চাঁদে তিরঙ্গা উত্তোলন করতে পদক্ষেপ করেছেন।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports