ICC Men's Cricket World Cup 2023: ভারত-পাক মহারণের আগে আয়োজক বিসিসিআইয়ের দিকে তোপ দাগলেন মহম্মদ হাফিজ। কটাক্ষ ছুঁড়ে দিলেন আইসিসির দিকেও।
একই মাঠে ২টি ম্যাচের জন্য ২টি আলাদা ধরণের পিচ নিয়ে প্রশ্ন হাফিজের। ছবি- টুইটার।
আমদাবাদে ভারত-পাকিস্তান বিশ্বকাপের মহারণের আগে বিসিসিআইয়ের দিকে আক্রমণ শানালেন প্রাক্তন পাক তারকা মহম্মদ হাফিজ। তিনি প্রকারান্তরে আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের এবং বিসিসিআইয়ের বিরুদ্ধে আয়োজক হিসেবে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগ তোলেন।
চেন্নাইয়ের বাইশগজের প্রসঙ্গ তুলে হাফিজ জানতে চান যে, বিশ্বকাপ কি আইসিসির টুর্নামেন্ট নাকি বিসিসিআইয়ের? তাঁর মতে বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট হলে সব মাঠে সব ম্যাচের জন্য কার্যত একই ধরণের পিচ তৈরি করা উচিত। কেননা আইসিসির তত্ত্ববধানে তৈরি করা হয় বাইশগজ। তবে যদি আলাদা আলাদা ম্যাচের জন্য আলাদা আলাদা পিচ তৈরি করা হয়, তবে সন্দেহ দেখা দেওয়া স্বাভাবিক।
হাফিজ আসলে ইঙ্গিত করেন চেন্নাইয়ের ২টি ম্যাচে দু'ধরণের বাইশগজের দেখা মেলায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে পিচে ভারত মাঠে নামে, তাতে স্পিনারদের জন্য বিস্তর সাহায্য ছিল। তবে যে পিচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ মাঠে নামে, সেখানে বোলারদের জন্য বিশেষ সাহায্য ছিল না। অর্থাৎ, বাইশগজ বানানো হয় ব্যাটারদের অনুকূলে।
সেই কারণেই হাফিজ ইঙ্গিতে দাবি করেন যে, ভারত নিজেদের সুবিধার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘূর্ণি পিচ বানিয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় ২টি ম্যাচের জন্য বানানো চেন্নাইয়ের পিচের ছবি পাশাপাশি তুলে ধরেন। সেই সঙ্গে একটি টক-শোয়ের ভিডিয়োও পোস্ট করেন পাক তারকা, যখানে তিনি নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচের আগে চেন্নাইয়ের পিচ নিয়ে নিজের মতামত পেশ করেন। ক্যাপশনে লেখেন, ‘একই মাঠে ২টি ভিন্ন চরিত্রের পিচ। প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় কি?’
হাফিজকে টক-শোয়ে বলতে শোনা যায়, ‘সবার আগে কাল এটা নির্ধারিত হয়ে যাবে যে এই টুর্নামেন্ট আইসিসি করাচ্ছে নাকি বিসিসিআই। কেননা, এখনও পর্যন্ত তিনটি এমন মাঠ রয়েছে, যেখানে ২টি করে ম্যাচ হয়েছে, হায়দরাবাদ, দিল্লি ও ধরমশালা। তিনটি মাঠের পিচের চরিত্র একই রকম। ২টি করে ম্যাচেই পিচ একই রকম আচরণ করেছে। যদি চেন্নাইয়ে কাল একই রকম পিচ দেখা যায়, যেমন পিচে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ খেলা হয়েছিল, তাহলে বলার কিছু নেই। তবে যদি পিচে কোনও বদল চোখে পড়ে, তবে আপনারা বুঝে নেবেন টুর্নামেন্ট কারা করাচ্ছে।’