বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > IND vs AUS, CWC 2023: ফটো সেশনে বাঁ-দিকে যে অধিনায়ক থাকেন, তিনিই বিশ্বকাপ জেতেন- তবে রোহিত জিতবেন? নেটপাড়া সরগরম
পরবর্তী খবর
IND vs AUS, CWC 2023: ফটো সেশনে বাঁ-দিকে যে অধিনায়ক থাকেন, তিনিই বিশ্বকাপ জেতেন- তবে রোহিত জিতবেন? নেটপাড়া সরগরম
2 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2023, 06:18 PM ISTTania Roy
বিশ্বকাপের ফাইনালের আগে দুই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্যাট কামিন্সকে নিয়ে ফটোসেশন করা হয়েছs। সেই ছবি আইসিসি প্রকাশ্যে আনতেই অতীত মিলিয়ে নেটিজেনরা দাবি করেছেন, এবার বিশ্বকাপ রোহিতের হাতেই উঠবে।
২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে ফটোসেশনে রোহিত শর্মা এবং প্যাট কামিন্স।
১৪০ কোটির ভারতের ৮-৮০ প্রত্যেকের চোখেই এখন একটা স্বপ্ন। ভারতকে ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখা। তাও ঘরের মাঠে। এখন গোটা দেশের নজর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে। চলতি বিশ্বকাপে ভারতে দশে ১০ করে ফাইনালে উঠেছে। সেখানে অস্ট্রেলিয়া প্রথম দু'টি ম্যাচ হেরে দুরন্ত প্রত্যাবর্তন করেছে। টানা আটটি ম্যাচ জিতে তারা ফাইনালে প্রবেশ করেছে। স্বভাবতই ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় গোটা বিশ্ব।
২০১১ সালে শেষ বার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ভারত। তার পর থেকে শুধুই খরা। ২০১১-তে ২৮ বছর পর মহেন্দ্র সিং ধোনির ভারত বিশ্ব জয় করে দেশ উচ্ছ্বাসে ভাসিয়েছিল। এবারও একই স্বপ্ন দেখছে ভারতীয় দল। এক দশকেরও বেশি সময় পরে, ভারত আবার আনন্দে উদ্বেল হতে চায়। ক্রিকেট ঘিরে তাদের আবেগে নতুন মাত্রা যোগ করতে চান। রোহিত ব্রিগেড কি ১৪০ কোটির প্রত্যাশা পূরণ করতে পারবেন?
এই সব চিন্তাভাবনার মাঝে নেটপাড়া দুইয়ে দুইয়ে চার করে বড় দাবি করেছেন। আসলে বিশ্বকাপের ফাইনালের আগে দুই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্যাট কামিন্সকে নিয়ে ফটোসেশন করা হয়েছে। সেই ছবি আইসিসি প্রকাশ্যে আনতেই অতীত মিলিয়ে নেটিজেনরা দাবি করেছেন, এবার বিশ্বকাপ রোহিতের হাতেই উঠবে। এর পিছনের কারণটাও মজাদার। ফটোসেশনের সময় রোহিত বাঁ-দিকে দাঁড়িয়েছিলেন। আর প্যাট কামিন্স দাঁড়িয়েছিলেন ডানদিকে। অতীত বলছে, ওডিআই বিশ্বকাপে ফাইনালের আগে ফটোসেশনে যে সমস্ত অধিনায়কেরা বাঁ-দিকে দাঁড়িয়ে ছবি তুলেছেন, তাঁদের হাতেই উঠেছে ট্রফি।
২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি হোক, বা ২০১৫ সালে মাইকেল ক্লার্ক অথবা ২০১৯ ওডিআই বিশ্বকাপে ইয়ন মর্গ্যান- ফটো সেশনের সময়ে প্রত্যেকেই বাঁ-দিকে দাঁড়িয়েছিলেন। এবং ট্রফি তাঁরাই জিতেছেন। এবার রোহিত শর্মা বাঁ-দিকে দাঁড়িয়ে ছবি তোলায় আত্মহারা ভারতের ক্রিকেটপ্রেমীরা। পুরো বিষয়টি যদিও কাকতালীয়, তবে এই ঘটনাটির পুনরাবৃত্তি চায় ১৪০ কোটির ভারত।