
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে প্রয়োজনে তিন স্পিনার এবং দুই ফাস্ট বোলারকেও খেলাতে পারে ভারতীয় দল। এই বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নামার ঠিক একদিন আগে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা নিজেই একথা জানিয়েছেন। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত নিজেদের তিনজন স্পিনারকে নিয়ে খেলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব একত্রে ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন। যাইহোক, লখনউতে খেলা শেষ ম্যাচে ভারতীয় দল মাত্র দুইজন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল, যেখানে পিচটিকে স্পিনারদের জন্য অনুকূল বলে মনে করা হয়েছিল। সেই ম্যাচে ফাস্ট বোলাররা মোট সাত উইকেট নিলেও স্পিনাররা বল করেছিলেন মাত্র ১৫ ওভার।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মা বলেছেন, ‘সব ধরনের কম্বিনেশন সম্ভব। প্রয়োজনে আমরা তিনজন স্পিনার এবং দুইজন ফাস্ট বোলার নিয়েও খেলতে পারি। এই টুর্নামেন্টে আপনি নিজেই দেখতে পাবেন যে মাঝামাঝি ওভারে স্পিনাররাই রানের গতিকে সীমিত করছে। হার্দিকের অনুপস্থিতিতে আমি আমার বিকল্পগুলি খোলা রেখেছি। পরিস্থিতি যদি দাবি করে, আমরা অবশ্যই তিনজন স্পিনার নিয়ে যাব, আমাদের বোলার আছে যারা এই অবস্থার সুবিধা নিতে জানে।’ এবার প্রশ্ন হল তাহলে কি এবারে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হবে। যদি তেমনটা হয় তাহলে ভারতের একাদশে ফের পরিবর্তন দেখা যেতেই পারে। সেক্ষেত্রে হার্দিক না ফিরলেও বুমরাহ ও শামির দায়িত্বে থাকবে পেস বোলিং-এর দায়িত্ব। স্পিন আক্রমণেই মন দেবন রোহিত শর্মা।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে স্পিন বোলাররা অনেক বেশি লাভজনক বলে প্রমাণিত হয়েছে। এই ব্যবধানে, স্পিনাররা ওভার প্রতি ৫.২৩ ইকোনমিতে রান দিলেও সীম বোলাররা ৫.৯৭ ইকোনমিতে রান দিয়েছে। তবে উইকেট নেওয়ার দিক থেকে এগিয়ে আছেন সীম বোলাররাই। বোলারদের বিশ্রাম দেওয়ার প্রশ্নে রোহিত বলেন, ‘আমাদের বোলাররা ছন্দে আছে এবং তারা বিশ্রাম নিতে চায় না। বোলারদের কাছ থেকে আমি এই প্রতিক্রিয়া পেয়েছি।’
বিশ্বকাপ চলাকালীন ভ্রমণের প্রশ্নে রোহিত শর্মা বলেন, ‘আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ উপভোগ করছি। এটা আমাদের জন্য নতুন নয়। আমি নিশ্চিত যে আমাদের ১৫ জন খেলোয়াড়ই দেশের যে কোনও জায়গায় ভ্রমণ করবে। দেশের যে কোনও কর্নারে যান সর্বত্রই আমাদের খেলা নিয়ে কথা হচ্ছে। তারা আমাদের বলে আমরা সেঞ্চুরি চাই, আমরা আপনাকে পাঁচ উইকেট নিতে চাই। আমি তা মনে করি না। এমন নয় যে এটি একটি চাপ, তবে এটি দুর্দান্ত যে আমাদের কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে।’
ওপেনার- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল
টপ এবং মিডল অর্ডার: বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব
অলরাউন্ডার: রবীন্দ্র জাদেজা
স্পিনার: কুলদীপ যাদব
পেসার: জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি
6.88% Weekly Cashback on 2025 IPL Sports