পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আক্রম বিশ্বাস করেন যে, ২০২৩ আইসিসি বিশ্বকাপের পয়েন্ট টেবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লাস্টবয় হলেও, ভারতকে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আইসিসি ইভেন্টের প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।
২০১৯ সংস্করণের রানার্স আপ নিউজিল্যান্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে। জস বাটলাররা এর পর অবশ্য ধর্মশালায় বাংলাদেশকে হারিয়ে চলতি বিশ্বকাপে তাদের প্রথম জয় নথিভুক্ত করেছিল। তবে ফের তারা আফগানিস্তানের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে। যেটা ইংল্যান্ডের কাছে আরও বড় ধাক্কা হয়ে যায়। সেই ধাক্কা তারা দক্ষিণ আফ্রিকা ম্যাচেও কাটিয়ে উঠতে পারেননি। উল্টে ২২৯ রানে লজ্জাজনক ভাবে হারে তারা।
‘ইংল্যান্ড খোঁচা খাওয়া সিংহ’: টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন ওয়াসিম আক্রম
স্পোর্টসকিডার সঙ্গে কথা বলার সময়ে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম ভারত-ইংল্যান্ড দ্বৈরথ নিয়ে কথা বলছিলেন। দুই দলের এই লড়াইয়ে তিনি ভারতকেই ফেভারিট হিসাবে দাবি করেছেন। তবে আক্রম, রোহিত শর্মাদের মনে করিয়ে দিতে ভোলেননি যে, এই লড়াইটি এনকাউন্টারটি ইংল্যান্ডের জন্য টুর্নামেন্টে প্রত্যাবর্তনের মরিয়া লড়াই হতে চলেছে। যে কারণে ভারতকে সতর্ক থাকতে হবে। আক্রম বলেছেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত জয়ের জন্য ফেভারিট। তবে ইংল্যান্ড এখন আহত সিংহ। তাদের একটা লক্ষ্য, যে কোনও উপায়ে তাদের জিততে হবে। এবং এই ম্যাচে ওদের দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আলাদা হবে। তবে ভারতকে আগ্রাসন নিয়ন্ত্রণে রেখেই খেলতে হবে।’
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপের ২০ নম্বর ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছে। প্রোটিয়াদের হাতে ২২৯ রানের এই হারটা ৫০ ওভারের ফরম্যাটে ইংল্যান্ডের জন্য রানের দিক থেকে সবচেয়ে বড় পরাজয়। বাটলাররা রবিবার ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ২৯ নম্বর ম্যাচে ভারতের মুখোমুখি হবে।
‘আশা করি ভারত ২০০৩ সালের অস্ট্রেলিয়ান দলকে অনুকরণ করবে’
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের মতামত ভাগ করে নিতে গিয়ে ভারতের প্রাক্তন পেসার শান্তকুমারন নায়ার শ্রীশন্ত বলেছেন যে, তিনি চান, রোহিত শর্মা ব্রিগেড ২০০৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপরাজেয় থাকার চিত্তাকর্ষক কৃতিত্বকে স্পর্শ করুক। তাঁর দাবি, ‘আমি আশা করি, ভারত ২০০৩ সালের অস্ট্রেলিয়ান দলকে অনুসরণ করুক এবং পুরো বিশ্বকাপে অপরাজিত থাকুক। একজন প্রাক্তন ক্রিকেটার এবং একজন ভারতীয় হিসাবে আমি চাই যে, দলটি অলরাউন্ড ভাবে ভালো পারফরম্যান্স করুক। এবং সব ম্যাচ জিতুক।’