শুভব্রত মুখার্জি: ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার ওডিআই বিশ্বকাপের ফাইনাল। সেদিন মাঠে উপস্থিত ছিল এক লাখের ও বেশি মানুষ। পুরোটাই যেন ছিল নীলের সমুদ্র। ফাইনালের আগেই সাংবাদিক সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, মাঠে উপস্থিত ১,৩০,০০০ দর্শকদের চুপ করিয়ে দেওয়াটাই তাঁর লক্ষ্য। রবিবারের ফাইনালে বাস্তবিক সেই কাজটাই করেছিলেন প্যাট কামিন্সরা। দেশের হয়ে ষষ্ঠ শিরোপা সেদিন জিতেছিলেন প্যাট কামিন্সরা। কামিন্সকে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল, ওই বিশ্বকাপ ফাইনালের কোন একটি মুহূর্তকে যদি বেছে নিতে হয়, তাহলে কোন মুহুর্তকে তিনি বাছবেন। যার উত্তরে অজি অধিনায়ক জানিয়েছেন, ৭০ বছর পরে মৃত্যুশয্যায় যাওয়ার সময়ে বিরাটকে আউট করার পর মোতেরায় যে নীরবতা ঘনিয়ে এসেছিল, সেটা মনে রাখবেন তিনি!
আরও পড়ুন: গ্রিনকে নিয়ে MI-কে লাইফলাইন দিল RCB, সবার্ধিক টাকা GT-র হাতে, নাইটদের কী হাল?
'দ্য এজের' এক সাংবাদিক প্যাট কামিন্সকে প্রশ্ন করেছিলেন, ‘৭০ বছর পরে যখন মৃত্যুশয্যায় থাকবেন, তখন ওই ফাইনালের (২০২৩ বিশ্বকাপ ফাইনাল) কোন মুহুর্তকে আপনি মনে রাখবেন?’ এই প্রশ্নের জবাবে প্যাট কামিন্স বলেন, ‘আমি নিশ্চিত ভাবে বলব, বিরাট কোহলির উইকেটটা। কারণ ওই উইকেটটা আমাদেরকে চাগিয়ে দিয়েছিল। আমরা সেই উইকেটা পাওয়ার পরে একটা টিম হার্ডেল করি। সবাই গোল করে দাঁড়িয়ে একে অপরকে উৎসাহ দিচ্ছিলাম। স্টিভ স্মিথ আমাদেরকে বলে, একবার দর্শকরা কী বলছে শুনে দেখ! আমরা তখন সবাই একটু থমকে যাই। চারদিকে যেন গ্রন্থাগারের নিস্তবতা ছিল। এক লাখের ও বেশি ভারতীয় থাকার পরেও, গোটা স্টেডিয়াম চুপ করে ছিল। আমি দীর্ঘ দিন এই মুহূর্তটা মনে রাখব।’
আরও পড়ুন: আগের থেকেও বেশি প্রস্তুত- হার্দিক নিয়ে ঘুরিয়ে বার্তা নয়া GT ক্যাপ্টেন গিলের