একটি বিশ্বরেকর্ড ও একটি জাতীয় রেকর্ড, একই দিনে সচিন তেন্ডুলকরের একজোড়া নজির টপকে গেলেন বিরাট কোহলি। রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করার পথে নতুন ইতিহাস লিখলেন বিরাট।
চিপকে অস্ট্রেলিয়ার ১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে বিরাট টিম ইন্ডিয়াকে জয়ের ভিতে বসিয়ে দেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। শেষমেশ ৬টি বাউন্ডারির সাহায্যে ১১৬ বলে ৮৫ রান করে মাঠ ছাড়েন তিনি। জোশ হেজেলউডের বলে মার্নাস ল্যাবুশানের হাতে ধরা পড়েন বিরাট।
ভারত ৪১.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ভারতের জয়ের সঙ্গে সঙ্গেই সচিনের একটি বিরাট বিশ্বরেকর্ড ভেঙে দেন কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করে জয় তুলে নেওয়া ম্যাচে সব থেকে বেশি রান করার নজির গড়েন বিরাট।
চিপকের ৮৫-র পরে রান তাড়া করে জয় তুলে নেওয়া ম্যাচে কোহলির সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৫৫১৭ রান। এতদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয় তুলে নেওয়া ম্যাচে সব থেকে বেশি রানের বিশ্বরেকর্ড ছিল সচিনের। এই নিরিখে তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ৫৪৯০ রান। অর্থাৎ, মাস্টার ব্লাস্টার এবার তালিকার দ্বিতীয় স্থানে চলে গেলেন। সাধে কী আর কোহলিকে চেজ মাস্টার বলা হয়!
আরও পড়ুন:- World Cup 2023 Points Table: অজিদের বিরুদ্ধে দাপুটে জয়েও লিগ টেবিলের পাঁচ নম্বরে ভারত, প্রথম চারে রয়েছে কারা?
দ্বিতীয় ইনিংসে ব্যাট করে জয় তুলে নেওয়া ম্যাচে সব থেকে বেশি রান:-
১. বিরাট কোহলি- ৫৫১৭ রান।২. সচিন তেন্ডুলকর- ৫৪৯০ রান।৩. রিকি পন্টিং- ৪১৮৬ রান।৪.রোহিত শর্মা- ৩৯৮৩ রান।৫. জ্যাক কালিস- ৩৯৫০ রান।
কোহলি এদিন একই সঙ্গে সচিনের আরও একটি ব্যক্তিগত নজির ছিনিয়ে নেন। ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, এই তিনটি সীমিত ওভারের আইসিসি ইভেন্ট মিলিয়ে সব থেকে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানে পরিণত হন বিরাট। তিনটি আইসিসি ইভেন্টে কোহলি সাকুল্যে ২৭৮৫ রান সংগ্রহ করেছেন। এতদিন ভারতীয়দের মধ্যে সীমিত ওভারের আইসিসি ইভেন্টে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল সচিনের। তিনি এই নিরিখে ২৭১৯ রান সংগ্রহ করেছেন। যদিও সচিন কখনও টি-২০ বিশ্বকাপ খেলেননি।
আরও পড়ুন:- IND vs AUS: অস্ট্রেলিয়া হারলেও বিশ্বকাপে দ্রুততম ১০০০ ওয়ার্নারের, সব থেকে কম ইনিংসে ‘৫০ উইকেট’ স্টার্কের
সীমিত ওভারের আইসিসি ইভেন্টে (ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে) সব থেকে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানরা:-
১. বিরাট কোহলি- ২৭৮৫ রান।২. সচিন তেন্ডুলকর- ২৭১৯ রান।৩. রোহিত শর্মা- ২৪২২ রান।৪. যুবরাজ সিং- ১৭০৭ রান।৫. সৌরভ গঙ্গোপাধ্যায়- ১৬৭১ রান।৬. মহেন্দ্র সিং ধোনি- ১৪৯২ রান।