শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দল আদৌ সেমিফাইনালে যাবে, নাকি আরও একবার হতাশাকে সঙ্গী করে দেশে ফিরবে, তা জানতে অপেক্ষা আর কয়েকটা দিনের। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল শুরুটা বেশ ভালো করেছিল। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পায় তারা। এর পরের ম্যাচেই ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয় পাক দলকে।এর পর থেকে সব মিলিয়ে চারটি ম্যাচে হেরেছে পাকিস্তান দল। এমন আবহে এসে এবার তারা পরপর দু'টি ম্যাচে জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে। শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে বড় ব্যবধানে তাদের জিততে হবে ইংল্যান্ডের বিপক্ষে। পাশাপাশি আশা করতে হবে, কয়েকটা ম্যাচের ফল যাতে তাদের পক্ষে যায়। আর এটা হলেই সেমিফাইনালের দরজা পাক দলের জন্য খোলা সম্ভব। এমন আবহে দাঁড়িয়ে পাকিস্তানের ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার ঐশ্বরিক শক্তির সাহায্য প্রার্থনা করে বসলেন।
আর্থার বলেছেন, ‘কেউ জানে না টু্র্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আমরা কি করতে যাচ্ছি। আমাদের ভাগ্যে কী লেখা রয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে, আমরা সেমিফাইনালে যাবই। তবে দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। আমরা যেটা জানি, সেটা হল শনিবারের ম্যাচটায় সবটাই আমাদের হাতে রয়েছে। আমাদের পারফরম্যান্সের উপর নির্ভর করছে সব কিছু। কিছুটা ঐশ্বরিক শক্তির সাহায্য পেলে আমরা সেমিফাইনালে নিশ্চিত ভাবেই যেতে পারি। তবে আমাদের ভালো খেলতেই হবে। এর কোনও বিকল্প নেই। আমরা এই বিশ্বকাপে একটাই পারফেক্ট ম্যাচ খেলেছি। আর আমরা সেটা খেলেছি বাংলাদেশের বিরুদ্ধে।’
তিনি আরও যোগ করেছেন, ‘যবে থেকে দলে ফিরে এসেছে ফখর জামান, তবে থেকেই অনবদ্য ফর্মে রয়েছে ও। বিশ্বকাপের মতন একটা অভিযানে এই রকম একটা ছোট ঘটনা লাগে অনুপ্রেরণার আগুন জোগান দিতে। সম্প্রতি আমাদের হয়ে সেই কাজটা করেছে ফখর জামান। আমরা সবাই জানি যে, ও যখন ভালো ফর্মে থাকে, তখন এক অনন্য ক্রিকেটার হয়ে ওঠে ও। আমি সব সময়ে ফখরকে ব্যাক করেছি। কারণ আমি জানি, আমাদের হয়ে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখে ও। দলে ফখর ফেরাতে নতুন অক্সিজেনের সঞ্চার হয়েছে। শুরুতে ওকে না পাওয়াটা আমাদের কাছে খুব কঠিন সময় ছিল। এই টু্র্নামেন্টে আসার আগে ফখরের ফর্মে সেই ভাবে ধারাবাহিকতা ছিল না।’ এশিয়া কাপের চার ম্যাচে মাত্র ৬৫ রান করেছিলেন ফখর। পাক দলে বিশ্বকাপে ফেরার পরেই বাংলাদেশের বিরুদ্ধে ৮১ এবং নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে অপরাজিত ১২৬ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন তিনি।