BAN vs SL: বাংলাদেশের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল, শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের সেমিতে ওঠার ক্ষীণ আশাতেও জল ঢেলে দিলেন শাকিবরা
Updated: 06 Nov 2023, 10:15 PM IST Tania Roy 06 Nov 2023 Bangladesh vs Sri Lanka, ICC ODI World Cup 2023, Charith Asalanka, Najmul Hossain Shanto, Shakib Al Hasan, Bangladesh Cricket Team, Sri Lanka Cricket Team, Bengali Sports News, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩, চরিথ আসালঙ্কা, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসানবিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। সোমবার দিল্লিতে শ্রীলঙ্কাকে হারিয়ে কুশল মেন্ডিসদের সেমিতে ওঠার সামান্য য়ে আশাটুকু ছিল, তাতে জল ঢেলে দিলেন শাকিব আল হাসানরা। এখন আট ম্যাচে চার করে পয়েন্ট বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলেরই। তাদের নকআউটে ওঠার আর কোনও আশা বেঁচে নেই।
পরবর্তী ফটো গ্যালারি