বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > Mathews fuming with Bangladesh: লজ্জাজনক কাজ শাকিবের, চূড়ান্ত নীচে নেমে গিয়েছে বাংলাদেশ, ক্ষোভে ফুটছেন ম্যাথিউজ
পরবর্তী খবর
Mathews fuming with Bangladesh: লজ্জাজনক কাজ শাকিবের, চূড়ান্ত নীচে নেমে গিয়েছে বাংলাদেশ, ক্ষোভে ফুটছেন ম্যাথিউজ
1 মিনিটে পড়ুন Updated: 07 Nov 2023, 12:15 AM ISTAyan Das
'টাইমড আউট' নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্ফোরণ ঘটালেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সরাসরি শাকিব আল হাসান এবং বাংলাদেশকে আক্রমণ করলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। তিনি দাবি করলেন, ননসেন্সের মতো কাজ করেছেন শাকিব ও বাংলাদেশের ক্রিকেটাররা।
‘টাইমড আউট’-র মাধ্যমে লজ্জাজনক কাজ করেছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। চূড়ান্ত নীচে নেমে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমনই দাবি করলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনি দাবি করলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির নিয়ম মেনে দু'মিনিটের মধ্যেই ক্রিজে এসে গিয়েছিলেন। কিন্তু গার্ড নেওয়ার মধ্যেই হেলমেট ভেঙে গিয়েছিল। তারপরও শাকিবরা যে কাজটা করেছেন, তাতে তাঁর বিচারবুদ্ধির অভাব ফুটে উঠছে। বাংলাদেশের ক্রিকেট দলের কোনও ‘কমন সেন্স’ নেই বলেও দাবি করেন ম্যাথিউজ। সেইসঙ্গে তিনি দাবি করেন, শ্রীলঙ্কার হাতে ভিডিয়ো ফুটেজ আছে, যা থেকে প্রমাণিত হয়ে যাবে যে দু'মিনিটের মধ্যে মাঠে চলে এসেছিলেন।
সোমবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে ‘টাইমড আউট’ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ম্যাথিউজ। তিনি বলেন, 'আমি কোনও ভুল করিনি। ক্রিজে পৌঁছাতে এবং নিজেকে প্রস্তুত করে নিতে আমার হাতে দু'মিনিট ছিল। যেটা আমি করেছিলাম। কিন্তু তারপর সরঞ্জাম বিগড়ে গিয়েছিল। আমি জানি না যে (বাংলাদেশের) সাধারণ বিচারবুদ্ধি কোথায় গিয়েছে।'
শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই শাকিব আল হাসান এবং বাংলাদেশ যে কাজটা করেছে, তা লজ্জাজনক। ওরা যদি এভাবে ক্রিকেট খেলতে চায়, তাহলে ভয়ংকর রকম একটা গলদ আছে। অবশ্যই ওরা চূড়ান্ত নীচুস্তরে নেমে গিয়েছে (নীচের দিকে তাকিয়ে)। আমি যদি দেরি করতাম এবং আমার হাতে থাকা দু'মিনিটের সময়সীমা পেরিয়ে যেতাম, (তাহলে আলাদা বিষয় ছিল)।’
আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটার ম্যাথিউজ বলেন, 'আইন অনুযায়ী, আমায় দু'মিনিটের মধ্যে যেত হত। আর আমি ২ মিনিট ৪৫ সেকেন্ড বা ২ মিনিট ৫০ সেকেন্ডে পৌঁছে গিয়েছিলাম (১ মিনিট ৪৫ সেকেন্ড বা ১ মিনিট ৫০ সেকেন্ড বলতে চেয়েছেন)। আপনার হেলমেট ভেঙে যাওয়ার পর আমার হাতে আরও পাঁচ সেকেন্ড ছিল। আম্পায়াররাও আমাদের কোচেদের বলেছেন যে আমার হেলমেট ভেঙে যাওয়ার বিষয়টি তাঁরা দেখতে পাননি। আমি শুধুমাত্র নিজের হেলমেট চাইছিলাম। অর্থাৎ এটা নেহাতই সাধারণ বিচারবুদ্ধির বিষয়।'
যদিও শাকিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ‘টাইমড আউট’ নিয়ে অনুশোচনার কোনও প্রশ্নই ওঠে না। কারণ তাঁরা যা করেছেন, তা পুরোপুরি ক্রিকেটের নিয়মের মধ্যে থেকেই করেছেন। তাই যাঁরা ক্রিকেটের স্পিরিট নিয়ে হইচই করছেন, তাঁরা করতে পারেন। কিন্তু তিনি যখন মাঠে নামেন, তিনি যুদ্ধ করতে নামেন।