
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
অক্টোবর-নভেম্বরে ভারতে শুরু হওয়া আসন্ন ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়া তাদের রেকর্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইবে। ছয় নম্বর শিরোপা জিততে প্রস্তুত অজি দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়ের পর, অস্ট্রেলিয়া অবশ্যই এই বছর তাদের ট্রফি ক্যাবিনেটে আরও একটি ট্রফি যোগ করে চাইবে। আর সেটা যদি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি হয় তাহলে তার থেকে বড় আর কিছুই হয় না। আইসিসি টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নামার আগে ভারতে বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টিম অস্ট্রেলিয়া। তবে তার আগেই আসন্ন বিশ্বকাের জন্য নিজেদের জার্সি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে ভারতের ছোঁয়া নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া দল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার তাদের জার্সিতে একটি সুপরিচিত ভারতীয় আইটি ব্র্যান্ড HCL Tech-এর বিজ্ঞাপন রেখেছে।
ভারতীয় আইটি কোম্পানিটির নাম হল এইচসিএলটেক। আসন্ন মেগা আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জার্সিতে প্রদর্শিত হবে HCL-এর লোগো। ভারের বিরুদ্ধে সিরিজ শুরু করার আগেই জার্সিটি উন্মোচন করা হয়। এর ফলে বোঝা যাচ্ছ বর্তমানে ভারতীয় ব্র্যান্ডগুলি বিশ্বের দরবারে নিজেদের একটা আলাদা জায়গা করে নিয়েছে। ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয়তার কারণে অস্ট্রেলিয়ার জার্সিতে এবার এইচসিএল-এর লোগো দেখা যাচ্ছে।
মিডিয়া রিপোর্টের অনুসারে HCL Tech ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের অংশীদারিত্ব প্রসারিত করেছে। ম্যাক্সওয়েলের গায়ে আসন্ন বিশ্বকাপের জন্য তৈরি হওয়া অস্ট্রেলিয়ার জার্সিটি দেখা যাচ্ছে। সেই জার্সিতেই বাম হাতের কাছে HCL Tech লেখা রয়েছে। অস্ট্রেলিয়া আবারও হলুদ রং-এর জার্সি সামনে এনেছে তাতেই HCL Tech ছাপানো রয়েছে। অস্ট্রেলিয়া দল ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে কারণ তারা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। ওয়ানডে বিশ্বকাপের আগে তাদের জন্য একটি টিউন আপ হবে বলে মনে করা হচ্ছে। আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। তার আগেই নতুন জার্সি গায়ে সকলের সামনে এলেন গ্লেন ম্য়াক্সওয়েল। এই জার্সিতে HCL Tech ছাড়া আর কোনও ব্র্যান্ডের নাম দেখা যায়নি। জার্সিটি হলুদ রঙের করা হয়েছে, তাতে হাল্কা উল্কি করা রয়েছে।
৳7,777 IPL 2025 Sports Bonus