জানেন রোহিত শর্মাকে কেন ‘হিটম্যান’ বলা হয়? চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-র প্রথম সেমিফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে সেটাই স্পষ্ট হল। তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম দুর্দান্ত বল-হিটার ব্যাটার। যখন থেকে রোহিত শর্মা পাওয়ারপ্লেতে নিঃসংকোচে আক্রমণাত্মক ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন থেকেই নতুন বলের বোলারদের জন্য তিনি এক দুঃস্বপ্ন হয়ে উঠেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে প্রথম থেকেই ঝড় তুলতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তিনি আবারও সেই আগ্রাসী রূপেই ব্যাট করলেন। ২৯ ম্যাচে ২৮ রান করলেন। এই সময়ে তিনি তিনটি চার ও একটি ছক্কা হাঁকালেন।
অস্ট্রেলিয়ার ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে রোহিত শর্মা জানতেন যে পাওয়ারপ্লের ফিল্ডিং বিধিনিষেধের পুরো সুবিধা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তিনি তিনটি ছক্কা এবং একটি চার মেরে তার পরিকল্পনা স্পষ্ট করে দেন। এর মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক শটটি ন্যাথন এলিসের বলে খেলেছিলেন রোহিত শর্মা। এই শটটি সরাসরি মাঠের মাঝখান দিয়ে সীমানার বাইরে পাঠিয়েছিলেন রোহিত। কিন্তু সেই শটটি আম্পায়ার ক্রিস গ্যাফনির জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
আরও পড়ুন … গিলের হাতে MRF-এর ব্যাট! শুভমন কি কোহলির ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন? সামনে এল আসল কারণ
এলিসের বলের লেন্থ আগে থেকেই পড়ে নিয়ে রোহিত এগিয়ে এসে একেবারে নিখুঁত টাইমিংয়ে শটটি মারেন। বলটি দ্রুততার সঙ্গে সরাসরি মাঠের আম্পায়ার ক্রিস গ্যাফনির দিকে যাচ্ছিল। তিনি দ্রুততার সঙ্গে প্রতিক্রিয়া দেখান এবং কোনও ভাবে নিজেকে রক্ষা করেন। বলটি মুহূর্তের মধ্যেই বাউন্ডারিতে পৌঁছে যায়। তবে যদি ক্রিস গ্যাফনি প্রতিক্রিয়া না দেখাতেন তাহলে এ দিন মাঠের মধ্যে বড় কোনও বিপদ হতেই পারত।
দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো-
আরও পড়ুন … CT 2025-র ব্যর্থতার পরেও কোচ বদলাল না PCB! কী কারণে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন আকিব জাভেদ?
বাউন্ডারির সিগন্যাল দেওয়ার পর ক্রিস গ্যাফনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। রোহিত ও বিরাট কোহলি তখন পিচের মাঝখানে গ্লাভস বাম্প করছিলেন। তখনই ক্রিস গ্যাফনি তাদের দিকে ফিরে বুকে হাত রেখে এক অদ্ভুত হাসি দেন, আর রোহিত নিজের জিব বের করে দুঃখপ্রকাশ করেন।
তবে রোহিতের বিধ্বংসী ইনিংস বেশিক্ষণ টিকেনি। ইনিংসের আট নম্বরে ওভারে অলরাউন্ডার কুপার কনলির বলে স্লগ সুইপ খেলতে গিয়ে তিনি মিস করে ফেলেন। বলটি রোহিতের প্যাডে আঘাত করে, আর আম্পায়ার বিন্দুমাত্র দ্বিধা না করে তাঁকে LBW আউট ঘোষণা করেন। তবে DRS নেন রোহিত। এরপরে থার্ড আম্পায়ারও এটিকে আউট দেন। ২৯ বলে ২৮ রান করে তিনি সাজঘরে ফেরেন। এর আগে ভারতের আরেক ওপেনার শুভমন গিল (৮) বেন ডওয়ারশুইসের বলে বোল্ড হন।
আরও পড়ুন … হেড কি আউট ছিলেন না? গিলকে ডেকে বড় বার্তা আম্পায়ারের, ভিন্ন মত হেডেনের
অস্ট্রেলিয়ার ইনিংস ৪৯.৩ ওভারে গুটিয়ে যায়। ভারতের প্রধান পেসার মহম্মদ শামি দুর্দান্ত বোলিং করে ৩-৪৮ নেন। স্পিনার বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন। এদিক লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ ওভারে ভারতের স্কোর ছিল ১৯৮/৪ রান।