Hyderabad vs Nagaland Ranji Trophy 2024: রঞ্জি ট্রফি তথা ভারতের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি করেন রাহুল।
ঝোড়ো শতরান তিলক বর্মার। ছবি- পিটিআই।
হায়দরাবাদ বনাম নাগাল্যান্ড রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে ধুন্ধুমার ব্যাটিং সোভিমায়। প্রথম দিনেই চার-ছক্কার ঝড় উঠল বাইশগজে। সারা দিনে পুরো ৯০ ওভার খেলা হয়নি। তা সত্ত্বেও রান ওঠে ৫০০-র বেশি। উল্লেখযোগ্য বিষয় হল, টস হেরে শুরুতে ব্যাট করতে নামা হায়দরাবাদ প্রথম দিনেই রানের পাহাড়ে চড়ে ব্যাট ছেড়ে দেয়।
ম্যাচের এক্কেবারে শুরুতেই ওপেনার রোহিত রায়াড়ুর উইকেট হারিয়ে বসে হায়দরাবাদ। ৬ বলে ২ রান করে মাঠ ছাড়েন রোহিত। তবে তন্ময় আগরওয়ালের সঙ্গে রাহুল সিং গেহলট ক্রিজে যোগ দেওয়ার পরেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে হায়দরাবাদ। তারা প্রথম দিনের লাঞ্চে ৩৬.৪ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ২৩৫ রান তোলে। তন্ময় আগরওয়াল ১২টি বাউন্ডারির সাহায্য়ে ১০৯ বলে ৮০ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন।
রাহুল সিং গেহলট ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে মাত্র ৪০ বলে। তিনি শতরানের গণ্ডি টপকান ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৪ বলে। রাহুল ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকান ১৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ১১১ বলে। তিনি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে মোটে ১৪৩ বলে। রঞ্জি ট্রফি তথা ভারতের ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির সর্বকালীন রেকর্ড।
রাহুল সিং শেষমেশ ২১৪ রানের ঝকঝকে ইনিংস খেলে মাঠ ছাড়েন। ১৫৭ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ২৩টি চার ও ৯টি ছক্কা মারেন। পাল্লা দিয়ে রান তোলেন ক্যাপ্টেন তিলক বর্মাও। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্য়ে ৫৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। হায়দরবাদ ৭৬.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৪৭৪ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। তিলক বর্মা ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১২ বলে ১০০ রান করে নট-আউট থাকেন।