European Cricket: উইকেট পাননি অশ্বিন, উইন্টারথারের বিরুদ্ধে ১০ ওভারের ম্যাচে বিশাল ব্যবধানে জয় কসোনের।
হাস্যকর ভঙ্গিতে রান-আউট করছেন রায়ান। ছবি- টুইটার।
এক রান নেওয়ার চেষ্টায় ভুল বোঝাবুঝিতে দুই ব্যাটার পিচের একই প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। উইকেটকিপারের ছোঁড়া বল পৌঁছে যায় বোলারের হাতে। এমন অবস্থায় বোলার হেলেদুলে টুক করে বেল ফেলে দিলেই রান-আউট হতেন স্ট্রাইকার প্রান্ত থেকে ক্রিজ ছাড়া ব্যাটার। তবে ঘটনায় একটু মশলা যোগ করার ইচ্ছা জাগে বোলারের। তিনি এমন এক কাণ্ড ঘটান, যা দেখে হেসেই খুন নেটিজেনরা।
ধীরে-সুস্থে রান-আউট করার বদলে বোলার অ্যান্ড্রু রায়ান রীতিমতো গণ্ডারের ভঙ্গিতে স্টাম্পে গিয়ে ঝাঁপিয়ে পড়েন। স্টাম্প ভাঙার এমন মজাদার ভঙ্গি দেখে হাসি চেপে রাখতে পারেননি ধারাভাষ্যকাররাও।
ইউরোপীয়ান ক্রিকেট সিরিজে চোখে পড়ে এমন মজাদার ঘটনা। ইসিএস সুইজারল্যান্ডে উইন্টারথারের মুখোমুখি হয় কসোনে। টি-১০ ক্রিকেটে শুরুতে ব্যাট করে কসোনে বিশাল রানের ইনিংস গড়ে তোলে। তারা নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। অর্থাৎ, ওভার প্রতি ১৪.৩ রান তোলে কসোনে।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন জয় সিং। তিনি ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৫৫ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মাত্র ১০ বলে ৩১ রান করে রান-আউট হন ওয়াসিম জাভেদ। তিনি ১টি চার ও ৪টি ছক্কা মারেন। ১০ বলে ২৪ রান করেন ওপেনার আইদান অ্যান্ড্রুজ। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া উদয় কুসুপতি ৩, শ্রীনাথ শ্রীপথ ১৪ ও অশ্বিন বিনোদ ১ রান করেন। খাতা খুলতে পারেননি আনমোল প্রভু। উইন্টারথারের হয়ে ৩৩ রানে ২টি উইকেট নেন অমল ফনসেকা। ১টি করে উইকেট নেন ইলিয়াস মাহমুদি ও চামিথ করন্নাগোদাগে।
জবাবে ব্যাট করতে নেমে উইন্টারথার ১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৭৩ রান সংগ্রহ করে। তারা ৭০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে। চামিথ ৬, জগদীপ তিওয়ানা ১৯, পিয় ডি'সিলভা ১১, অমল ১০, ক্রিসপিন ওয়েব ১৬, থুবারহন করুণাকরন ৫ ও ক্রিস লজ ১ রান করেন।