শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৬ বলে ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। যশস্বী জয়লওয়ালের সঙ্গে জুটিতে তুলেছিলেন ৭৪ রান। এরপর তিনি বিরাট কোহলির রেকর্ডও ছুঁয়ে ফেললেন লঙ্কানদের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে। আর কয়েকটা ম্যাচ খেললেই টি২০তে বিরাট কোহলিকে টপকে যাবেন ভারতের অধিনায়ক।
সূর্যকুমার যাদব। ছবি - বিসিসিআই (এক্স)
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচেই বড় জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। কোচ হিসেবে গৌতম গম্ভীরের শুরুটা ভালোই হয়েছে। অধিনায়ক পদে আসার পর টি২০তে জয় দিয়ে অভিযান শুরু করেছেন সূর্যকুমার যাদবও। ভারতের তরুণ ব্রিগেড প্রথম ম্যাচেই নজর কেড়েছে। শুভমন গিল, যশস্বী জয়সওয়ালের পাশাপাশি অর্ধশতরান করেছেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে তেমন নজর কাড়তে না পারলেও আউট অফ দ্য সিলেবাস বোলিং করতে এসে মাত্র ১.২ ওভারেই পাঁচ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন রিয়ান পরাগ। পাঁচ বোলার নিয়ে খেলায় শেষ দিকে রিয়ানকে দিয়ে বোলিং করিয়ে মাস্টারস্ট্রোক দেন ভারতের নয়া অধিনায়ক। সেই সিদ্ধান্ত ক্লিক করে যেতেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় টি২০ অধিনায়ককে।
শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৬ বলে ৫৮ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচে নিজের ছাপ রাখেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। যশস্বী জয়লওয়ালের সঙ্গে জুটিতে তুলেছিলেন ৭৪ রান। এরপর তিনি বিরাট কোহলির রেকর্ডও ছুঁয়ে ফেললেন লঙ্কানদের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে। আর কয়েকটা ম্যাচ খেললেই টি২০তে বিরাট কোহলিকে টপকে যাবেন ভারতের অধিনায়ক। ম্যান অফ দ্য ম্যাচের নিরিখে এখন বিরাট কোহলির সঙ্গে টি২০তে একই জায়গায় দাঁড়িয়ে সূর্যকুমার যাদব। যদিও কোহলির থেকে অনেক কম ম্যাচ খেলেছেন আইসিসির প্রাক্তন ১ নম্বর টি২০ ব্যাটার।
চলতি মাসেই সূর্যকুমার যাদবকে ভারতের টি২০ অধিনায়ক হিসেবে বেছে নেয় বিসিসিআই,আর নিজের প্রথম সিরিজেই চমক দেখালেন তিনি। একটা সময় শ্রীলঙ্কার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তাঁরা ম্যাচ জিততে পারে। হাতে বোলিং বিকল্প কম ছিল, তখনই রিয়ান পরাগকে বোলিংয়ে নিয়ে আসেন সূর্য। তিনি পরপর তুলে নেন কামিন্দু মেন্দিস, মাহিসা থিকসানা এবং দিলশান মদুশনাকার উইকেট, আর তাতেই ৪৩ রানে জয় পায় ভারত। রবিবারই দ্বিতীয় টি২০ জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলতে চাইবে ভারত।