IPL 2025-র ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স। আজ এই ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। একটা সময় পর্যন্ত এবারে নিচের দিকেই ছিল এমআই, কিন্তু ঠিক সময়ই তাঁরা জ্বলে উঠেছে। পরপর ম্যাচ জিতে এখন তাঁরা প্লে অফের দৌড়ে বেশ ভালো জায়গায় রয়েছে। গুজরাটকে হারাতে পারলেই তাঁরা ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফ প্রায় পাকা করে ফেলবে।
গুজরাট টাইটান্সের কাছেও প্লে অফের অঙ্কটা সহজই। এখনও তাঁদের হাতে ৪টি ম্যাচ রয়েছে। দরকার কমপক্ষে পয়েন্ট, আর আজকের ম্যাচ জিতলেই তাঁরা ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। সাধারণত ১৬ পয়েন্ট পেলেই দল প্লে অফে চলে যায়, তাই শুভমন গিল-সাই সুদর্শনরাও চাইবেন নিজেদের ভালো ফর্ম ওয়াংখেড়েতেও ধরে রাখতে।
ভাইরাল রশিদ-SKY এর ভিডিয়ো
মুম্বই ইন্ডিয়ান্সের এই পারফরমেন্সের মূল কারণ কিন্তু সূর্যকুমার যাদবের তুখোর ফর্ম এবং জসপ্রীত বুমরাহ-র নিয়ন্ত্রিত বোলিং। তাঁরা দুজনেই মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের ভিত গড়ে দিয়েছেন শেষ কয়েকটি ম্যাচে। প্রথম দিকের ম্যাচে বুমরাহ না থাকায় মুম্বই পরপর হারছিল। তিনি আসতেই বদলে যায় দলের চিত্রটা। আর এবার মুম্বই -গুজরাট ম্যাচের আগেই দুই দলের ক্রিকেটাররা মাতলেন মজাদার আড্ডা এবং লেগ পুলিংয়ে।