অনেক প্রাক্তনী ইংল্যান্ড সিরিজে কুলদীপ যাদবকে খেলতে দেখতে চাইছেন। অনেকে আবার তাঁর প্রথম একাদশে সুযোগ না পাওয়া নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টকেও একহাত নিচ্ছে। যদিও গৌতম গম্ভীর কিন্তু এখনও পর্যন্ত সিরিজের তিনটি ম্যাচেই এই বাঁহাতি চাইনাম্যান স্পিনারকে খেলায়নি। গৌতম গম্ভীরের সঙ্গে এবার একই সুরে সুর মেলালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবি শাস্ত্রী।
সাম্প্রতিক সময়ে কুলদীপকে নিয়ে চর্চা চললেও গম্ভীর বরাবরাই দ্বিতীয় স্পিনার রোলে ওয়াসিংটন সুন্দরকে সুযোগ দিয়েছেন। সেটা গত বছর নিউজিল্যান্ড সিরিজেও দেখা গেছিল। অস্ট্রেলিয়াতেও দেখা গেছে, এবার ইংল্যান্ডেও দেখা গেছে। তিনি চলতি সিরিজে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ৭৭ রান করেছেন।
এই নিয়ে আইসিসির রিভিউতে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রী বলছিলেন, ‘আমার সব সময়ই পছন্দের ক্রিকেটার ওয়াসিংটন সুন্দর। যেদিন প্রথম আমি ওকে দেখেছিলাম, আমি বলেছিলাম যে ও একদিন সত্যিকারের অলরাউন্ডার হবে, যা ভারতীয় দলকে অনেকদিন সার্ভিস দেবে। ওর বয়স এখন মাত্র ২৫ বছর। ওর আরও টেস্ট ম্যাচ খেলা উচিত ছিল। ও টার্নিং উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যেমন নিউজিল্যান্ড সিরিজে হয়েছিল। সিনিয়র স্পিনারদেরও ছাপিয়ে যেতে পারে, আর ও ব্যাটিংটাও ভালোই পারে’।
১১ ম্যাচে ৫৪৫ রানের পাশাপাশি ৩০টি উইকেট রয়েছে ওয়াসিংর ঝুলিতে। শাস্ত্রী বলছেন, ‘ওর মধ্যে ব্যাটিং প্রতিভার কোনও খামতি নেই। ওর কিন্তু ৮ নম্বরে ব্যাট করতে আসার কথা নয়, আমার মনে হয় খুব শীঘ্রই ওকে আমরা ৬ নম্বরে ব্যাট করতে দেখতে পারব’।