প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী এজবাস্টন টেস্টের প্রথম দিন থেকেই টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর অখুশি ছিলেন। কারণ তাঁরা জসপ্রীত বুমরাহকে খেলায়নি। শাস্ত্রী চেয়েছিলেন, যাতে বুমরাহ দ্বিতীয় টেস্টে খেলেন, কারণ ভারত সিরিজে পিছিয়ে ছিল। কিন্তু বাড়তি ওয়ার্কলোড না দিয়ে বুমরাহকে তাঁরা খেলাতে চাননি, সুযোগ দিয়েছিলেন আকাশ দীপকে।
কিন্তু শাস্ত্রীই শেষ পর্যন্ত নিজের বক্তব্য থেকেই সরে এলেন, এজবাস্টনে টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়ের পর। অধিনায়ক শুভমন গিল দুই ইনিংস মিলিয়ে একাই ৪৩০ রান করার পর বল হাতে আকাশ দীপ নজর কাড়েন, নেন ১০ উইকেট দুই ইনিংস মিলিয়ে। তাঁর দুর্দান্ত গতি এবং সুইং বোলিংয়ের সামনেই কার্যত খরকুটোর মতো উড়ে যায় ইংরেজরা। ৩৩৬ রানে ভারতীয় দল ম্যাচ জিতে নেয়, এটাই ইংল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাটিতে ভারতের সব থেকে বড় জয়।
ভারতের ম্যাচ জয়ের পর টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের মুখে একটু হাসি দেখতে পাওয়া যায়। এমনিতে গম্ভীর সদা সিরিয়াস মুখেই থাকেন। সেই তাঁর মুখে হাসি দেখতেই শাস্ত্রীও কমেন্ট্রি বক্স থেকে বলে বসেন, ‘ওকে খুব একটা হাসতে দেখা যায় না। তবে ওর এই হাসির প্রত্যেকটা মূহূর্তের কৃতিত্ব ওর নিজের। কোনও সিরিজে পিছিয়ে পড়ার পর সঙ্গে সঙ্গে এমন কামব্যাক করার থেকে ভালো আর কিছুই হতে পারে না ’।
বার্মিংহ্যামে ৯ম বারে এসে প্রথমবার কোনও টেস্ট জিতল ভারতীয় দল, ইংল্যান্ডের বিরুদ্ধে। বুমরাহর অনুপস্থিতিতে সিরাজ এবং আকাশদীপ মিলেই ২০ উইকেটের মধ্যে ১৬টি উইকেট নিয়ে নেয়। এর মধ্যে ৬টি উইকেট টিম ইন্ডিয়া তুলে নিয়েছিল নতুন বলেই, যার ফলে শুরু থেকেই ভারতীয় দল জয়ের গন্ধ পেয়ে গেছিল।
ম্যাচ শেষে গিল বলছিলেন, ‘পেসাররা আজকে দুর্দান্ত বোলিং করেছেন, আর আমার মনে হয় যেভাবে আমরা টপ অর্ডারের উইকেট তুলে নিয়েছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুই বোলারই দুর্দান্ত বোলিং করেছে, প্রসিধ উইকেট না পেলেও ও ভালোই খেলেছে। আকাশ দীপও হৃদয় দিয়ে বোলিং করেছে আজ। সঠিক জায়গায়, সঠিক লেন্থে বোলিং করেছে, দুই দিকেই তাই বল ঘুরছিল। এরকম উইকেটে, এটা কঠিন, কিন্তু ও সেটাই করে দেখিয়েছে। ’।
গিল আরও বলছেন, ‘বুমরাহ লর্ডস টেস্টে ফিরবে, সেটার জন্য আমরা মুখিয়ে রয়েছি। দুর্দান্ত এক স্টেডিয়াম, সেখানে ছোট থেকেই সবাই স্বপ্ন দেখে খেলার জন্য। আমার মনে হয় সেখানে দেশকে নেতৃত্ব দেওয়ার থেকে বড় কিছুই নেই ’। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১০ জুলাই থেকে শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট।