গ্রুপ লিগের পরে এবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের খেলাও শেষ। মুম্বই, বিদর্ভ, গুজরাট ও কেরল, এই চারটি দল এবারের রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠেছে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গুজরাট খেলবে কেরলের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে মুম্বই মাঠে নামবে বিদর্ভের বিরুদ্ধে। ২টি সেমিফাইনাল ম্যাচ শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকে। আপাতত সেমিফাইনালের আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহকারীর তালিকা। জেনে নেওয়া যাক এবারের রঞ্জিতে সব থেকে বেশি ছক্কা মেরেছেন কারা।
এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি রান করা ৫ ব্যাটার
১. শুভম শর্মা (মধ্যপ্রদেশ)- ১২ ইনিংসে ৯৪৩ রান।
২. তন্ময় আগরওয়াল (হায়দরাবাদ)- ১২ ইনিংসে ৯৩৪ রান।
৩. আয়ুষ পান্ডে (ছত্তিশগড়)- ১২ ইনিংসে ৭৪৪ রান।
৪. যশ রাঠোর (বিদর্ভ)- ১৪ ইনিংসে ৭২৮ রান।
৫. আরিয়ান জুয়েল (উত্তরপ্রদেশ)- ১০ ইনিংসে ৭১৪ রান।
এবারের রঞ্জি ট্রফিতে সব থেকে বেশি উইকেট নেওয়া ৫ বোলার
১. হর্ষ দুবে (বিদর্ভ)- ১৬ ইনিংসে ৫৯ উইকেট।
২. আকিব নবি (জম্মু-কাশ্মীর)- ১৫ ইনিংসে ৪৪ উইকেট।
৩. ধর্মেন্দ্রসিং জাদেজা (সৌরাষ্ট্র)- ১৩ ইনিংসে ৪০ উইকেট।
৪. মহেশ পিথিয়া (বরোদা)- ১৩ ইনিংসে ৩৮ উইকেট।
৫. নিশাঙ্ক বিড়লা (চণ্ডীগড়)- ১২ ইনিংসে ৩৬ উইকেট।
এবারের রঞ্জিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
১. মহিপাল লোমরোর (রাজস্থান)- অপরাজিত ৩০০ বনাম উত্তরাখণ্ড।
২. হর্ষ গাওলি (মধ্যপ্রদেশ)- ২৫৮ বনাম উত্তরপ্রদেশ।
৩. শুভম খাজুরিয়া (জম্মু-কাশ্মীর)- ২৫৫ বনাম মহারাষ্ট্র।
৪. শুভম শর্মা (মধ্যপ্রদেশ)- ২৪০ বনাম বিহার।
৫. চেতেশ্বর পূজারা (সৌরাষ্ট্র)- ২৩৪ বনাম ছত্তিশগড়।
এবারের রঞ্জিতে সব থেকে বেশি ছক্কা
১. যুবরাজ চৌধরী (উত্তরাখণ্ড)- ১২টি ইনিংসে ২১টি ছক্কা।
২. রাজ বাওয়া (চণ্ডীগড়)- ৯টি ইনিংসে ২০টি ছক্কা।
৩. আবদুল সামাদ (জম্মু-কাশ্মীর)- ১০টি ইনিংসে ২০টি ছক্কা।
৪. শিবম ভামব্রি (চণ্ডীগড়)- ১৪টি ইনিংসে ২০টি ছক্কা।
৫. মহীপাল লোমরোর (রাজস্থান)- ১০টি ইনিংসে ১৯টি ছক্কা।
আরও পড়ুন:- Champions Trophy: সৌরভ থেকে ধোনি, চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলেছেন এই ৯ ক্যাপ্টেন
এবারের রঞ্জির এক ইনিংসে সেরা বোলিং
১. অংশুল কাম্বোজ (হরিয়ানা)- ৪০ রানে ১০ উইকেট বনাম কেরলা।
২. সিদ্ধার্থ দেশাই (গুজরাট)- ৩৬ রানে ৯ উইকেট বনাম উত্তরাখণ্ড।
৩. রবীন্দ্র জাদেজা (সৌরাষ্ট্র)- ৩৮ রানে ৭ উইকেট বনাম দিল্লি।
৪. জগজিৎ সিং (চণ্ডীগড়)- ৫৭ রানে ৭ উইকেট বনাম অসম।
৫. অমিত শুক্লা (সার্ভিসেস)- ৬৫ রানে ৭ উইকেট বনাম মহারাষ্ট্র।