আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করে ফেলল পাকিস্তান। সোমবার (২৮ আগস্ট) লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের উপস্থিতিতে বাবর আজমদের বিশ্বকাপের জার্সি প্রকাশ করা হয়।
২০২৩ সালে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। এই টুর্নামেন্ট হবে ৫ অক্টোবর থেকে। আর এই টুর্নামেন্টের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের দলের নতুন জার্সি লঞ্চ করেছে। পাকিস্তান ক্রিকেট দলের এই নতুন জার্সির গায়ে ভারতের নাম লেখা রয়েছে। আয়োজক দেশ ভারত। তাই জার্সিতে ভারতের নাম লেখা। যেমন এশিয়া কাপের জন্য ভারতের জার্সিতে লেখা রয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের নাম।
এমনিতে পাকিস্তান ক্রিকেট দল তাদের দেশে ‘মেন ইন গ্রিন’ নামে পরিচিত। কারণ তাদের জার্সি রং গাঢ় সবুজ। এটি তাদের জার্সির ঐতিহ্যবাহী রং। পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। দলের অধিনায়ক বাবর আজম, বোলার শাদাব খান এবং ফাস্ট বোলার নাসিম শাহকেও ছবিতে দেখা যাচ্ছে। এছাড়াও ছবিতে মহিলা ক্রিকেটাররাও রয়েছেন। জার্সির ডান পাশে একটি তারা এবং পাকিস্তানের পতাকার ছবি রয়েছে।
আরও পড়ুন: ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরেও কঠিন চ্যালেঞ্জ আমাকে উত্তেজিত করে- স্পষ্ট দাবি কোহলির
জার্সি উন্মোচন অনুষ্ঠানে পিসিবি প্রধান জাকা আশরাফ বলেন, এই জার্সি পাকিস্তানের চেতনা ও দৃঢ়তার প্রতিনিধিত্ব করে কারণ তারা ইতিমধ্যেই ওয়ানডে ফরম্যাটে এক নম্বরে উঠে এসেছে। তাঁর দাবি, ‘স্টার নেশন জার্সি আমাদের ক্রিকেটারদের এবং আবেগপ্রবণ ভক্তদের মধ্যে স্থায়ী বন্ধনের সাক্ষ্য বহন করছে, যাঁরা প্রতিটি ম্যাচে দলের পাশে থাকে। এই জার্সিটি আমাদের সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্য এবং উজ্জ্বল ভবিষ্যতকেই প্রতিফলিত করে।’
আরও পড়ুন: আলুরে ভারতীয় শিবিরে দেখা মিলল পন্তের, নতুন কোনও আপডেট আছে নাকি?- ভিডিয়ো
তিনি আরও যোগ করেছেন, ‘আমরা জার্সিতে পাকিস্তানের তারকা এবং পতাকা রেখেছি, যা আমাদের পরিচয়ের প্রতিনিধিত্ব করে। আমি আশাবাদী, আমাদের দল ভারতে বিশ্বকাপ জিতবে।’
সম্প্রতি ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান উঠেছে পাকিস্তান। এশিয়া কাপ জিততে পারেল, এক নম্বর জায়গা তারা আরও পোক্ত করবে। সেই লক্ষ্যেই রয়েছে পাকিস্তান। যদি এক নম্বর জায়গা পাকিস্তান ধরে রাখতে পারে, তবে বিশ্বকাপের আগে সেটা বড় সাফল্য হবে।