অবসর ভেঙে ফিরতে বলেছিলেন হাফিজ! আমিরের দাবি কেউ যোগাযোগ করেননি, মিথ্যা বলছেন কে?
2 মিনিটে পড়ুন Updated: 30 Nov 2023, 11:50 AM ISTপাকিস্তান দলের নতুন ডিরেক্টরকে কার্যত মিথ্যাবাদী বললেন মহম্মদ আমির।
মহম্মদ আমির। ছবি- টুইটার।
মহম্মদ আমির। ছবি- টুইটার।
শুভব্রত মুখার্জি:- পাকিস্তান তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার মহম্মদ আমির। প্রায় বছর তিনেক আগে তিনি শেষবার জাতীয় দলের হয়ে খেলেন। ২০২১ সালে তিনি হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেন। তৎকালীন পাক দলের টিম ম্যানেজমেন্ট এবং পিসিবির কর্তা ব্যক্তিদের প্রতি অনাস্থা থেকেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন।
যদিও এই মুহূর্তে আমূল পরিবর্তন হয়ে গিয়েছে পাক টিম ম্যানেজমেন্টে। নেতৃত্ব হারিয়েছেন বাবর আজম। দলের পরবর্তী সফর অস্ট্রেলিয়াতে। সেখানে দলের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন মহম্মদ হাফিজ। তারপরেই মহম্মদ আমিরকে অবসর ভাঙিয়ে জাতীয় দলে ফেরানোর জন্য তিনি ফোন করেছিলেন। সেই কথা তিনি এবার জানিয়েছেন জনসমক্ষে। যদিও হাফিজের এই আবেদনে সাড়া দেননি আমির। তাঁর স্পষ্ট বক্তব্য, আর পিছনে ফিরে তাকাব না। যদিও মহম্মদ আমিরের তরফে সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর কাছে এমন কোনও ফোন আসেইনি।
এক সাংবাদিক সম্মেলনে মহম্মদ হাফিজ জানিয়েছেন, ‘আমি আমিরকে ফোন করেছিলাম। আমি ওঁকে জিজ্ঞাসা করেছিলাম যে জাতীয় দলের হয়ে ও খেলতে চায় কিনা। সেক্ষেত্রে ওকে সবার প্রথম ওর অবসর ভাঙতে হতো। ফিরে এসে ঘরোয়া ক্রিকেটে খেলতে হতো। সেখানে পারফরম্যান্স করতে হতো। এরপর নির্বাচক কমিটি ওর পারফরম্যান্স বিচার করে তারপরে ওকে দলে ফেরাত।’
হাফিজ আরও বলেন, 'আমি ওকে আশ্বস্ত করেছিলাম যে তুমি অবসর ভেঙে ফিরলে তুমি সবার মতন সমান সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার। আমাকে যার জবাবে ও জানিয়ে দেয় ও আর পিছনে ফিরে তাকাবে না। ওর জীবন আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। আমাদেরকে ওর সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাতে হবে।'
হাফিজ আরও যোগ করেন, ‘আমাকে আমির জানায় এই মুহূর্তে ও আন্তর্জাতিক লিগগুলোতেই খেলতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। ও আবার শুরু থেকে শুরু করতে একেবারেই ইচ্ছুক নয়। এটাই ওর চূড়ান্ত সিদ্ধান্ত। আর আমাদেরকে এই সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাতে হবে।’