চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে মাঠেই ভাঙড়ায় ঝড় তুলতে দেখা যায় ঋষভ পন্তকে। দিন তিনেক পরেও নাচের রেশ এখনও কাটেনি তারকা ক্রিকেটারের। এবার অবশ্য একা নন, এবার পন্তের তুমুল নাচ মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নাদের নিয়ে। যদিও ক্রিকেটের মাঠে নয়। বরং বিয়ের অনুষ্ঠানে।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা যোগ দিতে শুরু করেছেন নিজ নিজ আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে। পন্ত অবশ্য তাঁর নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের অন্দরমহলে এখনও ঢুকে পড়েননি। বরং ইতিমধ্যেই আইপিএল দলের সঙ্গে থাকা কয়েকজন ক্রিকেটারকে খেলার আবহ থেকে টেনে বার করেন তিনি।
আসলে ঋষভের বোন সাক্ষী পন্তের বিয়ের আসর বসে মুসৌরিতে। বোনের বিয়েতে পুরদস্তুর আনন্দে মেতে উঠতে দেখা যায় ঋষভকে। পন্তের বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে দেরাদুনে পৌঁছন মহেন্দ্র সিং ধোনি। মাহির দেরাদুনে পৌঁছনোর ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহলি ও রোহিত শর্মারও পন্তের বোনের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকার কথা। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা সুরেশ রায়নাকেও দেখা যায় অনুষ্ঠানে।
আরও পড়ুন:- CT 2025 Best XI: পরিসংখ্যান সর্বদা আসল ছবি দেখায় না, চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে ক্লার্কের ক্যাপ্টেন রোহিত
শুধু উপস্থিত থাকাই নয়, বরং বিয়ের অনুষ্ঠানে পন্তের সঙ্গে ধোনি-রায়নাদের তুমুল নাচের ভিডিয়োও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, ধোনি এর আগে পন্তের বোনের বাগদান অনুষ্ঠানেও হাজির ছিলেন। সেই অনুষ্ঠানের অতিথিদের তালিকায় বিশেষ জৌলুস ছিল না। তবে পন্তদের ঘরোয়া অনুষ্ঠানেই ধোনির হাজির থাকা বুঝিয়ে দেয় যে, ঋষভের সঙ্গে মাহির ব্যক্তিগত সম্পর্ক কত আন্তরিক।
আরও পড়ুন:- India's Alternate Playing XI: ভারতের এই বি-টিমও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠত, ১১ জনের নাম লিখে দিলেন ভন, অধিনায়ক কে?
ঋষভের বোন সাক্ষী পন্ত বিয়ে করছেন ব্যবসায়ী অঙ্কিত চৌধরীর সঙ্গে। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক তাঁদের। ২০২৪ সালে লন্ডনে দু'জনের বাগদান সম্পন্ন হয়। এবার মুসৌরিতে চারহাত এক হওয়ার রীতি সম্পন্ন হচ্ছে সাক্ষী-অঙ্কিতের।
আরও পড়ুন:- চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ICC Ranking অনুযায়ী বিশ্বের সেরা ১০টি ওয়ান ডে দল কারা?