খারাপ সময় যেন কাটতেই চাইছে না পৃথ্বী শয়ের। মুম্বইয়ের এই ক্রিকেটার সম্প্রতি টি২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছেন। যদিও ফাইনালেও তিনি ব্যর্থ হয়েছেন নজর কাড়তে। গোটা প্রতিযোগিতাতেও তাঁর ব্যাট থেকে আসেনি তেমন কোনও বড় ইনিংস। আগেই রঞ্জি ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন, এবার আবারও তিনি চাপে।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
বিজয় হাজারের দল থেকে বাদ পৃথ্বী-
ভারতীয় দলে অতীতে খেলা এই ক্রিকেটারকে এবার বিজয় হাজারে ট্রফির স্কোয়াড থেকেও বাদ দিল মুম্বই ক্রিকেট দল, যার ফলে প্রথম তিন ম্যাচে খেলতে দেখা যাবে না পৃথ্বীকে। ২১ ডিসেম্বর থেকে শুরু বিজয় হাজারে ট্রফি, তাঁর আগেই ১৭জনের স্কোয়াড ঘোষণা করেছে মুম্বই রাজ্য সংস্থা। সেখান থেকেই বাদ পড়েছেন সৈয়দ মুস্তাক আলিতে ৯ ম্যাচে ১৯৭ রান করা পৃথ্বী।
দল থেকে বাদ যাওয়ার পরই অবশ্য পৃথ্বী শ বোমা ফাটিয়েছেন। রাজ্য সংস্থার বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভগবান আমায় বলো, আর কি কি আমায় দেখতে হবে? লিস্ট এতে ৬৫ ইনিংসে, ৩৩৯৯ রান, স্ট্রাইক রেট ১২৬, ব্যাটিং গড় ৫৫.৭, তাও কি আমি যোগ্য নই? তাও আমি তোমার ওপর ভরসা রাখব ঈশ্বর, আশা করব মানুষও আমায় বিশ্বাস করবে। কারণ আমি ঠিক প্রত্যাবর্তন করব ’। সঙ্গে পরিসংখ্যানের স্ক্রিনশটও দিয়েছেন তিনি।
নিলামে অবিক্রিত পৃথ্বী-
সৌদি আরবের জেদ্দাহতে আইপিএলের নিলামে কোনও দলই পৃথ্বীকে নিতে চায়নি। এর আগেই অক্টোবরে মুম্বই রঞ্জি দল থেকে বাদ পড়েছিলেন তিনি। চার ইনিংসে করেছিলেন মাত্র ৫৯রান। এরপর তাঁকে ফিটনেসে মনযোগ দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি নিজের বিশৃঙ্খল জীবনধারা বদলাতে পারেননি। শ্রেয়স আইয়ার কদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতে বলেছিলেন পৃথ্বীর মধ্যে ঈশ্বর প্রদত্ত প্রতিভা থাকলেও ওর ওয়ার্ক এথিক্স ঠিক রাখা প্রয়োজন।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
রাহানে ছুটিতে, অধিনায়ক শ্রেয়স-
প্রসঙ্গত সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায় মুম্বইকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারই বিজয় হাজারে ট্রফির প্রথম তিন ম্যাচে মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন। অধিনায়ক আজিঙ্কা রাহানে ব্যক্তিগত কারণে সেই সময়ে এমসিএর কাছে ছুটি চেয়েছেন, তিনি না থাকায় তাই শ্রেয়সের ওপরই বর্তাচ্ছে অধিনায়কত্বের দায়িত্ব।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
দলে সূর্যকুমার যাদব, শিবম দুবে-
মুম্বইয়ের স্কোয়াডে রাখা হয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার শিবম দুবে এবং টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবকে। এছাড়াও রয়েছেন শার্দুল ঠাকুর। ডিসেম্বরের ২১ তারিখ কর্ণাটকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিজয় হাজারে ট্রফি অভিযান শুরু করব মুম্বই। তাঁদের সঙ্গে একই গ্রুপে রয়েছে নাগাল্যান্ড, হায়দরাবাদ, সৌরাষ্ট্র, পঞ্জাব, পণ্ডিচেরি, অরুণাচল প্রদেশ এবং কর্ণাটক।