সোমবার (১৯ মে) একানা স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল ২০২৫-এর লড়াইয়ে লখনউ সুপার জায়ান্টসের সহ-অধিনায়ক নিকোলাস পুরান হঠাৎ করেই তাঁর মেজাজ হারিয়ে বসে। পুরানের হতাশার এক বিরল মুহূর্ত চলে এসেছে প্রকাশ্যে।
কেন চটেছিলেন পুরান?
এলএসজির ইনিংসের শেষ ওভারে ঘটনাটি ঘটে। ২৬ বলে ৪৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন পুরান, ২০তম ওভারের তৃতীয় বলে (১৯.৩) স্ট্রাইক ধরে রাখার চেষ্টা করার সময় নাটকীয় ভাবে রান আউট হয়ে যান তিনি। শেষ তিনটি বল সর্বোচ্চ রান করার প্রয়াসেই, নিকোলাস পুরান কিছুটা ঝুঁকি নিয়েই দ্বিতীয় রান নিতে গিয়েছিলেন, কিন্তু ব্যর্থ হন। রানআউট হয়ে যান তিনি।
আউট হওয়ার পর স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েন পুরান। নিজের এভাবে আউট হয়ে যাওয়াটা হজম করতে পারেননি পুরান। এর পর ড্রেসিং রুমে ফিরে নিজের ক্ষোভ উগরে দেন। তিনি রাগের চোটে নিজের প্যাডটাই সজোরে ছুঁড়ে ফেলে দেন। যেটা ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে যায়। পুরানের বডিল্যাঙ্গোয়েজে স্পষ্ট ভাবেই হতাশার প্রতিফলন ছিল। তিনি আসলে ইনিংস শেষ করে মাঠ ছাড়তে চেয়েছিলেন। শেষ তিন বল না খেলতে পারার আফসোসেই নিজের উপরেই ক্ষেপে যান পুরান। আসলে সর্বোচ্চ রান করে লখনউকে সুরক্ষিত করতে চেয়েছিলেন পুরান।
দু'শোর উপর স্কোর করে লখনউ
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল লখনউ। শুরু থেকেই মিচেল মার্শ (৩৯ বলে ৬৫) এবং এডেন মার্করাম (৩৮ বলে ৬১) আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। দুই তারকার অর্ধশতরানের সুবাদে এলএসজি দুর্দান্ত শুরু করেছিল। এই জুটি পাওয়ারপ্লে-তে ৬৯ রান যোগ করে, অভিজ্ঞ প্যাট কামিন্স এবং অভিজ্ঞ হর্ষ দুবেকে পিটিয়ে ছাতু করেন। তবে, মাঝের ওভারগুলিতে সানরাইজার্সও শক্ত হাতে হাল ধরেছিল। তাতেও প্রথম উইকেটে ১১৫ রান যোগ করে লখনউকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন মার্শ এবং মার্করাম।
এদিকে পুরানের আগে ৩ নম্বরে ব্যাট করতে এসে অধিনায়ক ঋষভ পন্ত আবারও ব্যাট হাতে ব্যর্থ হন, ৬ বলে মাত্র ৭ রান করেন। তবে পুরান নেমে ফের দলের হাল ধরেন। নিজের পরিচিত আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। যদিও বড় হিটগুলো সহজে আসেনি, তবুও, তাঁর দ্রুত রান তোলার ক্ষমতা এলএসজি-কে ২০০ পার করিয়ে দেয়। পুরান ২৬ বলে ৪৫ করে আউট হন। তাঁর ইনিংসে ছিল একটি ছয়, ৬টি চার। যাইহোক নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান করে লখনউ।