বাংলা নিউজ > ক্রিকেট > Kuldeep's magical ball: সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ! ১০.৯ ডিগ্রি ঘুরল বল, কুলদীপের ম্যাজিকে বোল্ড ইংরেজ
পরবর্তী খবর
Kuldeep's magical ball: সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ! ১০.৯ ডিগ্রি ঘুরল বল, কুলদীপের ম্যাজিকে বোল্ড ইংরেজ
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2024, 06:55 PM ISTAyan Das
৭৯ রানে খেলছেন একজন ব্যাটার। টেস্টের প্রথম দিনের পিচ। আর সেই ব্যাটারকে ম্যাজিকাল বলে আউট করে দিলেন কুলদীপ যাদব। যে বলটা ১০.৯ ডিগ্রি ঘুরল। সাম্প্রতিক সময় যখন টেস্টে কোনও ব্যাটার আউট হয়েছেন, তখন এতটা বল ঘোরেনি।
জ্যাক ক্রলিকে আউট করে উচ্ছ্বাস কুলদীপ যাদবের। (ছবি সৌজন্যে, এক্স Jio Cinema ও রয়টার্স)
টেস্টের প্রথম দিনের পিচ। আর সেই পিচেই ম্যাজিক দেখালেন কুলদীপ যাদব। ধরমশালায় পঞ্চম টেস্টের প্রথম দিনে পাঁচটি উইকেট নিলেন। তবে যে উইকেটটা সবথেকে বেশি দাগ কেটে গেল, সেটা হল জ্যাক ক্রলির উইকেটটা। তথ্য অনুযায়ী, ওই বলটা ১০.৯ ডিগ্রি ঘুরেছে। সাম্প্রতিক সময় যখন টেস্টে কোনও ব্যাটার আউট হয়েছেন, তখন এতটা বল ঘোরেনি। বরং ২০২১ সালে পাকিস্তানের ব্যাটার ইমাম-উল-হককে যে বলে আউট করেছিলেন ইংল্যান্ডের ম্যাট পার্কিনসন, সেই বলটা ১২.১ ডিগ্রি ঘুরেছিল। যা একদিনের ক্রিকেটে ইতিহাস তৈরি করেছিল। বোল্ড হওয়ার ক্ষেত্রে সেটাই সর্বাধিক ছিল।
কীভাবে আউট হন ক্রলি?
বৃহস্পতিবার ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৭.২ ওভারে ক্রলিকে আউট করে দেন কুলদীপ। বলটা একেবারে ম্যাজিকাল ছিল। বলটা হাওয়ায় ভাসিয়ে দেন। অফস্টাম্পের বাইরে বলটা পড়ে। বলটা ড্রাইভ করতে পারবেন ভেবে চোখ জ্বলজ্বল করে উঠেছিল ক্রলির। ড্রাইভ মারতে যান। কিন্তু বলটা পুরো ঘুরে গিয়ে ব্যাট এবং প্যাডের ফাঁক দিয়ে ঢুকে যায়। আর শেষপর্যন্ত লেগস্টাম্পের উপরের আছড়ে পড়ে। বোল্ড হয়ে যান ইংরেজের তারকা ওপেনার। যিনি সেইসময় ৭৯ রানে খেলছিলেন।
আর সেই বল দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কমেন্ট্রি বক্সে বসে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর বলতে থাকেন যে এটা ম্যাজিক বল। বাকিরাও সহমত পোষণ করেন। নেটিজেনরাও উদ্ভাসিত হয়ে যান। মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
এক নেটিজেন বলেন, ‘বাবর আজম, জস বাটলার, এবার জ্যাক ক্রলি। ডান-হাতি ব্যাটারদের ক্ষেত্রে কুলদীপ যাদব একেবারে আনপ্লেয়বেল।’ অপর একজন বলেন, 'সেট হয়ে যাওয়া জ্যাক ক্রলিকে আউট করতে আরও একটা দুর্ধর্ষ বল করলেন কুলদীপ যাদব। ২০১৯ সালের বিশ্বকাপে বাবর আজমকে যেভাবে আউট করেছিলেন, সেটার সঙ্গে খানিকটা মিল আছে।'
তবে শুধু বিশেষজ্ঞ বা নেটিজেনরা নন, সেই বলটা নিয়ে নিজেও খুশি বলে জানিয়েছেন কুলদীপ। ধরমশালায় প্রথম দিনের খেলার শেষে সরকারি সম্প্রচারকারী সংস্থা জিয়ো সিনেমায় কুলদীপ বলেন, ‘জ্যাক ক্রলির উইকেটটা বেশ ভালো লেগেছে। এই সিরিজে ও ভাল ব্যাটিং করেছে। ভালো খেলেছে। ওকে আউট করতে তো ম্যাজিক লাগবেই। ওটা খুব উইকেটটা ভালো ছিল।’