বাংলা নিউজ > ক্রিকেট > KKR vs DC, IPL 2024: দিল্লির টসে জেতাই বুমেরাং হল? ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল নাইটরা

KKR vs DC, IPL 2024: দিল্লির টসে জেতাই বুমেরাং হল? ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল নাইটরা

দিল্লির টসে জেতাই বুমেরাং হল? ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল নাইটরা। ছবি: পিটিআই

Kolkata Knight Riders vs Delhi Capitals, Indian Premier League 2024: হাতের তালুর মতো চেনা ইডেন। অথ সেখান থেকেই খালি হাতে ফিরতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সোমবার দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল নাইট রাইডার্স। এদিন পন্তদের ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখল কলকাতা। দিল্লি থাকল ছয়ে।

টসে জিতে ইডেনের ২২ গজে ব্যাট করে নেওয়ার সিদ্ধান্তটাই কি দিল্লি ক্যাপিটালসের জন্য বুমেরাং হয়ে গেল? এবার ইডেনের বাকি ম্যাচে ভুরি ভুরি রান উঠছে। তাও কেন টসে জিতে ঋষভ পন্ত ব্যাট করার সিদ্ধান্ত নিলেন, সেটাই সকলকে অবাক করেছে। বিশেষ করে চলতি আইপিএলে যেখানে সাধারণত টসে জিতলে, বেশির ভাগ দলই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে। তবে এদিন ইডেনের উইকেট তুলনায় অনেক মন্থর ছিল। সেই কারণ হয়তো পন্ত ভেবেছেন, পরবর্তীতে আরও মন্থর হয়ে উঠতে পারেন উইকেট। তাই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। তবে দিল্লির ব্যাটিং ব্যর্থতাই এদিন ডোবাল দিল্লিকে। কেকেআর বোলারদের দাপটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে দিল্লি। যে রান খুব সহজেই ৩ উইকেট হারিয়ে ২১ বল বাকি থাকতে করে ফেলে কেকেআর।

29 Apr 2024, 11:13:38 PM IST

KKR vs DC, IPL 2024 Live: ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে এক তরফা জয় কেকেআর-এর

পঞ্জাব কিংসের কাছে হারের ধাক্কা কাটিয়ে, অবশেষে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরল কেকেআর। এদিন ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর। ১৬.৩ ওভারে ৩ উইকেটে ১৫৭ রান করে ফেলে নাইটরা। শেষ বলে ছক্কা হাঁকিয়ে বেঙ্কটেশ আইয়ার দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ২৩ বলে ৩৩ করে অপরাজিত থাকেন শ্রেয়স। বেঙ্কটেশ আইয়ার ২৩ বলে অপরাজিত ২৬ করেন।

29 Apr 2024, 11:08:19 PM IST

KKR vs DC, IPL 2024 Live: ১৫ ওভারে নাইটদের সংগ্রহ ১৪১/৩

১৫ ওভারে কলকাতার দল ৩ উইকেট হারিয়ে করে ফেলেছে ১৪১ রান। জিততে হলে ৩০ বলে দরকার আর মাত্র ১৩ রান। বলাই যায় কেকেআর-এর জয় এখন সময়ের অপেক্ষা। শ্রেয়স আইয়ারের সংগ্রহ ২০ বলে ২৫ রান। বেঙ্কটেশ আইয়ার করেছেন ১৭ বলে ১৮ রান।

29 Apr 2024, 10:46:43 PM IST

KKR vs DC, IPL 2024 Live: ১৩ ওভারে নাইটদের সংগ্রহ ১৩০/৩

১৩ ওভারের খেলা শেষ। নাইট রাইডার্সের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। জিততে হলে ৪২ বলে আর ২৪ রান দরকার। কেকেআর-এর হাতে রয়েছে সাত উইকেট। সুতরাং বলাই যায়, জয় যেন কেকেআর-এর কাছে এখন সময়ের অপেক্ষা। ক্রিজে রয়েছেন শ্রেয়স এবং বেঙ্কটেশ। শ্রেয়সের সংগ্রহ ১৫ বলে ১৮ রান। ১০ বলে ১৪ রান বেঙ্কটেশের।

29 Apr 2024, 10:33:35 PM IST

KKR vs DC, IPL 2024 Live: রিঙ্কু আউট, তৃতীয় উইকেট পড়ল কলকাতার

এবার আইপিএলে একেবারেই চেনা ছন্দে নেই রিঙ্কু সিং। দিল্লির বিরুদ্ধে ম্যাচেও তিনি ফের নিরাশ করলেন। ১টি চারের সৌজন্যে ১১ বলে ১১ করে সাজঘরে ফিরলেন রিঙ্কু। উইলিয়ামসের বলে কুলদীপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন রিঙ্কু। তৃতীয় উইকেট হারাল কেকেআর। পরিবর্তে ক্রিজে এলেন বেঙ্কটেশ আইয়ার। দশম ওভারে মাত্র চার রান সংগ্রহ করেছেন কেকেআর। দশ ওভার শেষে নাইটরা করেছেন ৩ উইকেটে ১০৪ রান। শ্রেয়সের সংগ্রহ ৪ বলে ৩ রান। বেঙ্কটেশ করেছেন ৪ ৩ বলে ৩ রান।

29 Apr 2024, 10:28:17 PM IST

KKR vs DC, IPL 2024 Live: সল্টের উইকেট হারাল কেকেআর, নবম ওভারে সেঞ্চুরি কলকাতার দলের

নিজের প্রথম ওভারে নারিনকে ফিরিয়েছিলেন অক্ষর। আর নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসেই ফেরালেন আর এক ওপেনার সল্টকে। নবম ওভারের প্রথম বলেই সল্টকে বোল্ড করেন তিনি। ৩৩ বলে ৬৮ করে সাজঘরে ফেরেন সল্ট। তাঁর ইনিংস সাজানো সাতটি চার, পাঁচটি ছক্কায়। তাঁর পরিবর্তে ক্রিজে এলেন শ্রেয়স আইয়ার। নবম ওভারেই সেঞ্চুরি করে ফেলল কেকেআর। ৯ বলে ১১ রান রিঙ্কুর। ৩ বলে ২ রান শ্রেয়সের।   

29 Apr 2024, 10:22:25 PM IST

KKR vs DC, IPL 2024 Live: আউট নারিন, প্রথম বার আইপিএলে তিনে ব্যাট করতে এলেন রিঙ্কু

সপ্তম ওভারের প্রথম বলেই বড় ধাক্কা খেল নাইট রাইডার্স। সাজঘরে ফিরলেন সুনীল নারিন। অক্ষরের বলে ম্যাকগার্ককে ক্যাচ দিয়ে আউট হলেন নারিন। এদিন তিনি নিরাশ করলেন। ৩টি চারের হাত ধরে ১০ বলে ১৫ করে আউট হন নারিন। পরিবর্তে ক্রিজে এলেন রিঙ্কু সিং। এই প্রথম বার আইপিএলে তিনে ব্যাট করতে নামলেন রিঙ্কু। ৭ ওভার শেষে কেকেআর-এর সংগ্রহ ১ উইকেটে ৮৪ রান। ৩০ বলে ৬১ রান সল্টের। ৩ বলে ৪ রান রিঙ্কুর।     

29 Apr 2024, 10:18:31 PM IST

KKR vs DC, IPL 2024 Live: হাফসেঞ্চুরি পূরণ সল্টের, পাওয়ার প্লে-তে কেকেআর-এর সংগ্রহ ৭৯/০

দিল্লির বিরুদ্ধে সল্ট ঝড় চলছে। ষষ্ঠ ওভারেই তিনি ছক্কা হাঁকিয়ে পূরণ করলেন হাফসেঞ্চুরি। ২৬ বলে অর্ধশতরান করে ফেলেন সল্ট। এই ওভারে খালিল আহমেদকে তিনটি চার, একটি ছক্কা হাঁকিয়েছেন সল্ট। সেই সঙ্গে পাওয়া প্লে শেষে কেকেআর রান পৌঁছে গিয়েছে বিনা উইকেটে ৭৯-এ। ২৮ বলে ৬০ রান সল্টের। ৯ বলে ১৫ রান নারিনের।  

29 Apr 2024, 10:06:40 PM IST

KKR vs DC, IPL 2024 Live: ৫০ পার করল কেকেআর

পঞ্চম ওভার থেকে এল মোট ১৫ রান। এই ওভারেই ৫০ পার করে গেল কলকাত নাইট রাইডার্স। রশিখ সালামকে এই ওভারে ২টি চার মেরেছেন নারিন। একটি চার মেরেছেন সল্ট। ওভার শেষে কেকেআর-এর সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। ২২ বলে ৪২ করে ফেলেছেন সল্ট। ৯ বলে ১৫ রান নারিনের।

29 Apr 2024, 10:02:26 PM IST

KKR vs DC, IPL 2024 Live: চার ওভার শেষে কেকেআর-এর সংগ্রহ ৪৬/০

চার ওভার হয়ে গিয়েছে। কেকেআর-এর সংগ্রহ বিনা উইকেটে ৪৬ রান। তৃতীয় ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে উইলিয়ামসকে পরপর দু'টি ছক্কা হাঁকিয়েছিলেন সল্ট। তৃতীয় ওভার থেকে এসেছিল ১৩ রান। চতুর্থ ওভারে রানের গতি কিছুটা স্লো করেছেন খালিল। দিয়েছেন ৬ রান। ১৯ বলে ৩৬ রান সল্টের। ৬ বলে ৬ রান নারিনের। 

29 Apr 2024, 09:58:34 PM IST

KKR vs DC, IPL 2024 Live: সল্টের ক্যাচ ফেললেন উইলিয়ামস

দ্বিতীয় ওভারেই ফিল সল্টকে আউট করার সুবর্ণ সুযোগ পেয়েছিল দিল্লি। কিন্তু তাঁর ক্যাচ মিস করেন উইলিয়ামস। এই ওভারে খালিল আহমেদ বল করতে এসেছিলেন। তাঁর ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়েছিলেন সল্ট। যাইহোক এই উইকেটটা পেলে লাভবান হত দিল্লি। ক্যাচ তো হয়ইনি, উল্টে ২ রান হয়ে যায়। ২ ওভার শেষে কেকেআর-এর সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান। ১১ বলে ১৯ রান সল্টের। নারিনের সংগ্রহ ২ বলে ৪ রান।

29 Apr 2024, 09:54:29 PM IST

KKR vs DC, IPL 2024 Live: প্রথম ওভারেই এল ২৩ রান

ইনিংসের প্রথম ওভারেই উইলিয়ামসকে পিটিয়ে ছাতু করলেন ফিল সল্ট আর সুনীল নারিন। এই ওভার থেকে এল মোট ২৩ রান। সল্ট দু'টি চার একটি ছক্কা হাঁকিয়েছেন। একটি চার মেরেছেন নারিন। চার রান অতিরিক্ত হয়েছে। প্রথম ওভার শেষে বিনা উইকেটে ২৩ রান কেকেআর-এর। ৫ বলে ১৫ রান সল্টের। ২ বলে চার রান নারিনের।

29 Apr 2024, 09:50:51 PM IST

KKR vs DC, IPL 2024 Live: কেকেআর-এর রান তাড়া করা শুরু

লক্ষ্য খুব বেশি নয়। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করে জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। ইডেনে যে হারে রান উঠছে, তাতে এই লক্ষ্য সহজই বলা যায়। তবে ওই যে কথায় আছে, না আঁচালে বিশ্বাস নেই। যাইহোক কেকেআর-এর হয়ে ওপেন করতে নেমেছেন ফিল সল্ট এবং সুনীল নারিন। প্রথম ওভারে বল করতে এসেছেন দিল্লির উইলিয়ামস।

29 Apr 2024, 09:35:16 PM IST

KKR vs DC, IPL 2024 Live: কেকেআর-এর লক্ষ্য ১৫৪ রান

কুলদীপ যাদবের লড়াইয়ে শেষ পর্যন্ত ১৫০ পার করল দিল্লি। শেষ ওভারে রাসেল বল করতে এসেছিলেন। এই ওভারে কুলদীপ ১০ রান করেন। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে দিল্লি ক্যাপিটালস। ২৬ বলে ৩৫ করে অপরাজিত থাকলেন কুলদীপ। তিনিই দিল্লির হয়ে এদিন সর্বোচ্চ স্কোর করেছেন। ২ বলে অপরাজিত ১ রান করেন উইলিয়ামস। জিততে হলে কেকেআর-কে ১৫৪ রান করতে হবে।

29 Apr 2024, 09:19:56 PM IST

KKR vs DC, IPL 2024 Live: আউউউটট… রশিখকে ফেরালেন রানা

নবম উইকেট পড়ল দিল্লির। ১৯তম ওভারে বল করতে এসে রশিখকে ফেরালেন রানা। ১০ বলে ৮ রান করে আউট হলেন রশিখ। রানার বলে শ্রেয়সের হাতে ক্যাচ দেন রশিখ। পরিবর্তে ক্রিজে এলেন লিজাদ উইলিয়ামস। ১৯ ওভার শেষে দিল্লির সংগ্রহ ৯ উইকেটে ১৪৩ রান। কুলদীপ করেছেন ২০ বলে ২৪ রান। ২ বলে ১ রান উইলিয়ামসের।

29 Apr 2024, 09:05:15 PM IST

KKR vs DC, IPL 2024 Live: আউউউটট… তৃতীয় উইকেট নিলেন বরুণ

অষ্টম উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। নিজের তৃতীয় উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। বরুণের বলে খোঁচা মেরে সল্টের হাতে ক্যাচ দিয়ে ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরলেন কুশাগ্রা। পরিবর্তে ক্রিজে এলেন রশিখ সালাম ১৫ ওভার শেষে ৮ উইকেটে ১১২ রান দিল্লির। কুলদীপের সংগ্রহ ৬ বলে ১০ রান। ২ বলে ১ রান রশিখের।

29 Apr 2024, 09:00:37 PM IST

KKR vs DC, IPL 2024 Live: আউউউটট… অক্ষরকে বোল্ড করলেন নারিন

১৪তম ওভারে সাজঘরে ফিরলেন অক্ষর প্যাটেলও। ২টি চারের সৌজন্যে ২১ বলে ১৫ করে অক্ষর বোল্ড হন। পরিবর্তে ক্রিজে এসেছেন কুলদীপ যাদব। ১৪ ওভার শেষে ৭ উইকেটে ১০৬ রান দিল্লির ৩ বলে ৫ রান কুলদীপের। ২ বলে ১ রান কুশাগ্রার

29 Apr 2024, 08:57:10 PM IST

KKR vs DC, IPL 2024 Live: ষষ্ঠ উইকেট হারাল দিল্লি

১৩তম ওভারে বল করতে এসে এবার ত্রিস্তান স্টাবসকে ফেরালেন বরুণ চক্রবর্তী। ওভারের প্রথম বলেই সল্টের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন স্টাবস। ৭ বলে ৪ করে আউট হলেন তিনি। পরিবর্তে ক্রিজে এলেন কুমার কুশাগ্রা। ১৩ ওভার শেষে ৬ উইকেটে ১০১ দিল্লির। ১৮ বলে ১৫ রান অক্ষরের। ২ বলে ১ রান কুশাগ্রার।

29 Apr 2024, 08:44:32 PM IST

KKR vs DC, IPL 2024 Live: জীবনদান পেয়েও টিকতে পারলেন না, বরুণের বলেই আউট পন্ত

বরুণ চক্রবর্তীর বলেই ঋষভের ক্যাচ ফেলেছিলেন হর্ষিত রানা। জীবনদান পেয়েছিলেন পন্ত। সেই বরুণের বলেই আউট হয়ে সাজঘরে ফিরলেন দিল্লির অধিনায়ক। ১১তম ওভারে বল করতে আসেন বরুণ। এটা তাঁর নিজের দ্বিতীয় ওভার ছিল। ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়েছিলেন পন্ত। ব্যাটে-বলে ঠিক মতো হয়নি। শ্রেয়সের হাতে ক্যাচ দেন তিনি। কেকেআর অধিনায়ক ক্যাচ ধরতে কোনও ভুল করেননি। ১টি ছক্কা, ২টি চারের হাত ধরে পন্ত ২০ বলে ২৭ করে সাজঘরে ফিরলেন। পরিবর্তে ক্রিজে এলেন ত্রিস্তান স্টাবস। এই ওভার থেকে এল মাত্র  ১ রান। ১১ ওভার শেষে ৫ উইকেটে ৯৪ রান দিল্লির। ১৩ বলে ১২ রান অক্ষরের। ২ বলে ১ রান স্টাবসের।

29 Apr 2024, 08:35:02 PM IST

KKR vs DC, IPL 2024 Live: ১০ ওভার শেষে দিল্লির সংগ্রহ ৯৩/৪

১০ ওভার খেলা হয়ে গেল। ওভার শেষে দিল্লির সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৩ রান। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত এবং অক্ষর প্যাটেল। পন্তের সংগ্রহ ১৯ বলে ২৭ রান। ১০ বলে ১২ রান অক্ষরের।

29 Apr 2024, 08:32:54 PM IST

KKR vs DC, IPL 2024 Live: উপপপসসস… মিস পন্তের সহজ ক্যাচ

ঋষভ পন্ত বড় জীবনদান পেলেন। তাঁর ১৮ রানের মাথায় ক্যাচ ফেললেন হর্ষিত রানা। নবম ওভারে বরুণ চক্রবর্তী নিজের প্রথম ওভার করতে আসেন। আর ওভারের প্রথম বলেই বরুণের বলে স্কুপ মারতে গিয়ে ক্যাচ তোলেন পন্ত। কিন্তু সহজ সেই ক্যাট মিস করে বসেন হর্ষিত রানা। বড় উইকেট তুলে নিতে পারত কেকেআর। কিন্তু সেটা সম্ভব হল না রানার ক্যাচ মিসের জন্য। এটা না পরবর্তীতে বুমেরাং হয়। যাইহোক এই ওভার থেকে আসে ৭ রান। ৯ ওভার শেষে দিল্লির স্কোর ৪ উইকেটে ৮০ রান। ১৬ বলে ২২ রান পন্তের। ৭ বলে ৪ রান অক্ষরের।

29 Apr 2024, 08:26:27 PM IST

KKR vs DC, IPL 2024 Live: আউটটটট…  ফের উইকেট হারাল দিল্লি

দিল্লি ক্যাপিটালসের চতুর্থ উইকেট পড়ল। সপ্তম ওভারে অভিষেক পোড়েলকে ফেরালেন হর্ষিত রানা। ১৫ বলে ১৮ করে বোল্ড হলেন অভিষেক। হাঁকিয়েছেন ২টি চার, একটি ছক্কা। পরিবর্তে ক্রিজে এলেন অক্ষর প্যাটেল। ৭ ওভার শেষে ৪ উইকেটে ৬৮ রান দিল্লির। পন্তের সংগ্রহ ৯ বলে ১৪ রান। ২ বল খেললেও, এখনও রানের খাতা খুলতে পারেননি অক্ষর।

29 Apr 2024, 08:15:59 PM IST

KKR vs DC, IPL 2024 Live: পাওয়ার প্লে-তে দিল্লির সংগ্রহ ৬৭/৩

ছয় ওভার হয়ে গেল। দিল্লির ইনিংসের পাওয়ার প্লে-তে কেকেআর তুলে নিয়েছে ৩ উইকেট। যেটা তাদের কাছে বড় স্বস্তি। তবে ৩ উইকেট হারালেও, ১১.১৬ রানরেটে স্কোর করে ফেলেছে দিল্লি। তারা ৬৭ রান করে ফেলেছেন। তবে এখন আর উইকেট হারানো চলবে না। পন্ত এবং অভিষেককে বড় পার্টনারশিপ করতে হবে।  আপাতত ৮ বলে ১৩ করেছেন পন্ত। অভিষেকের সংগ্রহ ১২ বলে ১৮ রান।

29 Apr 2024, 08:09:02 PM IST

KKR vs DC, IPL 2024 Live: তৃতীয় উইকেট হারাল দিল্লি

ফের উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস। বৈভব আরোরা চতুর্থ ওভারে বল করতে এসে ফেরালেন শাই হোপকে। এই ওভারের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়েছিলেন শাই হোপ। কিন্তু তৃতীয় বলে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। ৩ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন শাই হোপ। পরিবর্তে ক্রিজে এলেন ঋষভ পন্ত। চার ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪২ রান দিল্লির। ৩ বলে চার রান পন্তের। ৫ বলে ২ রান অভিষেকের।

29 Apr 2024, 08:03:14 PM IST

KKR vs DC, IPL 2024 Live: ইডেনে জ্বলল না ম্যাকগার্কের ব্যাট

ইডেনে জ্বলল না জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের ব্যাট। সবে হাত খুলতে নিয়েছিলেন দিল্লির তরুণ ওপেনার। তৃতীয় ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে স্টার্ককে যথাক্রমে ছয় এবং চার মেরেছিলেন। কিন্তু পঞ্চম বলেই তাঁকে সাজঘরে ফিরিয়ে নাইটদের স্বস্তি দেন স্টার্ক। ৭ বলে ১২ রান করে বেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ম্যাকগার্ক। পরিবর্তে ক্রিজে এলেন শাই হোপ। ৩ ওভার শেষে ২ উইকেটে ৩০ রান দিল্লির। ৪ বলে ১ রান অভিষেকের। ১ বল খেললেও, রানের খাতা খোলেননি শাই হোপ।

29 Apr 2024, 07:54:33 PM IST

KKR vs DC, IPL 2024 Live: দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারাল দিল্লি

বড় সাফল্য পেলেন বৈভব আরোরা। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই পৃথ্বীকে ফেরালেন বৈভব আরোরা। বৈভবের বল পৃথ্বীর ব্যাটের কোণায় লেগে সল্টের গ্লাভসে জমা পড়ে। যদিও ফিল্ড আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় কেকেআর। রিভিউতে দেখা যায়, ব্যাটে-বলে সংযোগ হয়েছে। পরিষ্কার ক্যাচ আউট। ৭ বলে ১৩ করে সাজঘরে ফিরলেন পৃথ্বী। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার অভিষেক পোড়েল। দ্বিতীয় ওভারে হল মাত্র ৩ রান। ওভার শেষে দিল্লির স্কোর ১ উইকেটে ১৮ রান। ৩ বলে ১ রান করেছেন ম্যাকগার্ক। ৩ বল খেললেও, খাতা খোলেননি অভিষেক।

29 Apr 2024, 07:46:11 PM IST

KKR vs DC, IPL 2024 Live: প্রথম ওভারেই স্টার্ক দিলেন ১৫ রান

মিচেল স্টার্ককে প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি হাঁকালেন মিচেল স্টার্ক। এই ওভারে মোট ১৫ রান দিলেন স্টার্ক। ১ ওভার শেষে দিল্লির সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান। শুরু থেকেই তারা আগ্রাসী মেজাজে খেলা শুরু করেছেন। পৃথ্বী ৫ বলে ১৩ করেছেন। ১ বলে ১ রান ম্যাকগার্কের।

29 Apr 2024, 07:41:21 PM IST

KKR vs DC, IPL 2024 Live: খেলা শুরু

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের হয়ে ওপেন করতে নেমেছেন পৃথ্বী শ' এবং ম্যাকগার্ক। এদিকে নাইট রাইডার্সের হয়ে বল করতে এসেছেন মিচেল স্টার্ক। দিল্লির লক্ষ্য, প্রথম ওভার থেকে পিটিয়ে বড় রানের পাহাড় গড়া।

29 Apr 2024, 07:14:45 PM IST

KKR vs DC, IPL 2024 Live: দুই দলের একাদশ

কলকাতা নাইট রাইডার্সের একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।দিল্লি ক্যাপিটালসের একাদশ: পৃথ্বী শ', জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, শাই হোপ, ঋষভ পন্ত (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল, কুমার কুশাগ্রা, কুলদীপ যাদব, লিজাদ উইলিয়ামস, রাশিখ আলম।

29 Apr 2024, 07:12:14 PM IST

KKR vs DC, IPL 2024 Live: টসে জিতে ব্যাটিং নিল দিল্লি

টসে জিতে ব্যাটিং নিল দিল্লি ক্যাপিটালস। কেকেআর দ্বিতীয় ইনিংসে ব্যাট করবেন। দুই দলের একাদশেই দু'টি পরিবর্তন করা হয়েছে। দিল্লির ক্ষেত্রে  দলে ঢুকেছেন পৃথ্বী শ'। রশিখ দার-কে একাদশে রাখা হয়েছে।এদিকে কেকেআর-এর চামিরার পরিবর্তে ঢুকেছেন মিচেল স্টার্ক। বৈভব আরোরা ঢুকেছেন একাদশে।

29 Apr 2024, 06:50:38 PM IST

KKR vs DC, IPL 2024 Live: ম্যাকগার্ককে নিয়ে সতর্ক কেকেআর

কেকেআর শিবির সতর্ক দিল্লির অস্ট্রেলীয় ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে নিয়ে। প্রতি ম্যাচেই আগ্রাসী ব্যাটিং করছেন ২২ বছরের ক্রিকেটার। তিনি প্রথম একাদশে আসার পর থেকেই, দিল্লিকে নতুন মেজাজে দেখা যাচ্ছে। মাঠের চার দিকে শট নিতে পারেন। মুম্বইয়ের বিরুদ্ধে ২৭ বলে ৮৪ রান করা ফ্রেজার সোমবার জনি বেয়ারস্টো হয়ে উঠতে পারেন ইডেনে।

29 Apr 2024, 06:49:17 PM IST

KKR vs DC, IPL 2024 Live: ইডেনের ২২ গজে নিয়ে নাইটদের বিভ্রান্তি

দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে গৌতম গম্ভীরদের ভাবাচ্ছে পঞ্জাব কিংস ম্যাচের দুঃসহ স্মৃতি। টস জিতলে আগে ব্যাট করবেন, না ফিল্ডিং? ইডেন ২২ গজ কিছুটা হলেও বিভ্রান্তিতে ফেলে দিয়েছে কেকেআর শিবিরকে। পঞ্জাবের বিরুদ্ধে আড়াইশোর উপর রান তুলে জিততে পারেনি নাইটরা। যেটা বড় ধাক্কা ছিল কেকেআর-এর কাছে। এমন কী রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দু'শোর উপর রান তুলে ঘরের মাঠে হারতে হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে ইডেনে ২২২ রান করার পরেও, মাত্র ১ রানে জিতেছিল কেকেআর। সব মিলিয়ে বেশ চাপেই শ্রেয়স আইয়াররা।

29 Apr 2024, 06:39:10 PM IST

KKR vs DC, IPL 2024 Live: লড়াই আজ সৌরভ বনাম কলকাতার, দ্বিধাবিভক্ত বাংলা

লড়াইটা আজ কলকাতা বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের। লড়াই মুম্বইয়ের বাদশাহের সঙ্গে বাংলার মহারাজের দলের। লড়াই কলকাতা বনাম দিল্লির। ইডেন গার্ডেন্সে আজ মেগা দ্বৈরথে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের। ঋষভ পন্তের দিল্লি শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে। অন্যদিকে, হঠাৎ করেই যেন ফর্ম হারিয়েছে নাইট রাইডার্স শিবির। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে হার হজম করতে হয়েছে কেকেআরকে। হাইস্কোরিং ম্যাচে বোলিং ব্যর্থতার অভাব প্রকট নাইট শিবিরে। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে (বিশাখাপত্তনম) দিল্লির বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা। যদিও সেই সময়ে নিজেদের চেনা ছন্দে ছিল না দিল্লি ক্যাপিটালস। তবে ফিরতি লেগে কিন্তু লড়াইটা সহজ হবে না।

29 Apr 2024, 06:39:11 PM IST

KKR vs DC, IPL 2024 Live: সৌরভের দলের সামনে দুইয়ে ওঠার সুযোগ

চলতি মরশুমে ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে কলকাতা নাইট রাইডার্স, হেরেছে ৩টিতে। নাইটদের পয়েন্ট ১০। আপাতত রয়েছে পয়েন্ট টেবলের দুইয়ে। জিতলে তারা নিজেদের দুই নম্বর জায়গা কিছুটা মজবুত করবে। এদিকে কেকেআরের থেকে ২টি ম্যাচ বেশি খেলেছে দিল্লি ক্যাপিটালস। পন্তদের পয়েন্টও ১০। তবে তারা রয়েছে লিগ টেবলের ছয় নম্বরে। এদিন জিতলে, দিল্লি উঠে আসবে দুইয়ে।

ক্রিকেট খবর

Latest News

'একটুও মানবিকতা নেই?', পহেলগাঁও হামলার পর স্মৃতিচারণ করে কটাক্ষের মুখে রূপাঞ্জনা ঘর বয়ে আসবেন দেবী লক্ষ্মী, শুধুমাত্র ফলো করুন এই ৯ ফেং শুই টিপস টিমটিম করছে 'জাট'-এর ব্যবসা, এদিকে ৪৫ কোটির দোরগোড়ায় ‘কেশরী চ্যাপ্টার ২’! ‘বলুন হিন্দু বলে মেরেছে..…’,পহেলগাঁওয়ে মৃত বিতানের স্ত্রী'র সঙ্গে দেখা শুভেন্দুর ভারতের হয়ে খেলার আগেই ইমরানের পাকিস্তানের হয়ে মাঠে নামেন সচিন- জানুন অজানা গল্প ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? রইল ২৪ এপ্রিল ২০২৫র রাশিফল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে লাকি কারা? ২৪ এপ্রিল ২০২৫র রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? রইল ২৫ এপ্রিল ২০২৫ সালের রাশিফল ছোটবেলায় সচিন ব্যাট করার সময় কেন মিডল স্টাম্পে ১ টাকার কয়েন রাখতেন গুরু আচরেকর? কাশ্মীরের ঘাতক জঙ্গিদের খোঁজ দিলেই মোটা টাকা পুরস্কার, জানাবেন কোন নম্বরে?

Latest cricket News in Bangla

ভারতের হয়ে খেলার আগেই ইমরানের পাকিস্তানের হয়ে মাঠে নামেন সচিন- জানুন অজানা গল্প ছোটবেলায় সচিন ব্যাট করার সময় কেন মিডল স্টাম্পে ১ টাকার কয়েন রাখতেন গুরু আচরেকর? ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর গ্যালারিতে বসে পরীক্ষার খাতা দেখছেন শিক্ষিকা, কত নম্বর দিলেন জানা গেল কিছু? সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর জলে গেল মেহেদির ‘১০ উইকেট’, জিম্বাবোয়ের কাছে হেরে পচা শামুকে পা কাটল বাংলাদেশের লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG

IPL 2025 News in Bangla

২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.