বাংলা নিউজ > ক্রিকেট > এখনও সময় আছে- 2024 T20 WC-এ রোহিতের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ এড়িয়েই গেলেন জয় শাহ
পরবর্তী খবর
এখনও সময় আছে- 2024 T20 WC-এ রোহিতের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ এড়িয়েই গেলেন জয় শাহ
2 মিনিটে পড়ুন Updated: 10 Dec 2023, 12:09 AM ISTTania Roy
গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে রোহিত একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি এবং নির্বাচকেরা বিকল্পগুলি নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল ওপেন করছেন। টি-টোয়েন্টিতে হার্দিক নেতৃত্ব দিচ্ছিলেন। তাঁর চোট হওয়ায় সূর্যকুমারকে দেওয়া হয়েছে টি-টোয়েন্টির অধিনায়কত্ব।
রোহিত শর্মা।
রোহিত শর্মার নেতৃত্বে ওডিআই বিশ্বকাপে ভারত দুর্দান্ত পারফরম্যান্স করলেও, শিরোপা জেতা হয়নি। তবে বিশ্বকাপ না জিতলেও ভারতের পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া (বিসিসিআই)। রোহিতরা টানা দশ ম্যাচ দাপটের সঙ্গে জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা এবং নির্বাচকেরা সম্প্রতি বিশ্বকাপ ফাইনাল হারের পর্যালোচনা করেছেন এবং আগামী পরিকল্পনার দিকে তাঁরা নজর দিয়েছেন। তবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতই দলকে নেতৃত্ব দেবেন কিনা, সেই বিষয়ে এখনও কোনও কিছু খোলসা করে বলা হয়নি।
শনিবার মুম্বইয়ে মহিলা প্রিমিয়ার লিগের নিলামের ফাঁকে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, ‘এখনই স্বচ্ছতার দরকার কী? টি-টোয়েন্টি বিশ্বকাপ জুনে শুরু হচ্ছে, তার আগে আমাদের আইপিএল এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ (জানুয়ারিতে) রয়েছে। আমরা একটি ঠিকঠাক সিদ্ধান্তই নেব।’
গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে রোহিত শর্মা একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি এবং নির্বাচকেরা বিকল্পগুলি নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল ওপেন করছেন। রোহিত শর্মার মতো বিরাট কোহলিও গত বিশ্বকাপের পরে এখনও টি-টোয়েন্টি কোনও ম্যাচ খেলেননি।
চোটে জর্জরিত হার্দিক পান্ডিয়া, যিনি রোহিত শর্মার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছিলেন, ওয়ানডে বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট পাওয়ার পরে এখন ২২ গজে ফেরেননি। জয় শাহ বলেছেন, ‘আমরা প্রতিদিন ওকে পর্যবেক্ষণ করছি। ও এনসিএ-তে আছে এবং কঠোর পরিশ্রম করছে। ও আফগানিস্তান সিরিজের আগেও ফিট হয়ে উঠতে পারে।’
ভারত আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে, সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন। সূর্যের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ভারত ৪-১ জিতেছে। এবার রবিবার থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দেবেন সূর্য।
বিশ্বকাপের পর কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়ানো হয়। জয় শাহ বলেছেন, চুক্তি স্বাক্ষরিত হয়নি তবে একটি চুক্তি হয়েছে। দ্রাবিড় টি-টোয়েন্টি বিশ্বকাপে কোচ হতে চলেছেন এবং মেগা ইভেন্টে স্কোয়াড তৈরি করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
জয় শাহের দাবি, ‘আমরা মেয়াদ বাড়িয়ে দিয়েছি। কিন্তু এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। আমরা মোটেও সময় পাইনি। ওদের (দ্রাবিড় এবং সাপোর্ট স্টাফ)) বিশ্বকাপের পর চুক্তি শেষ হয়েছে। দিয়ে), আমি ওদের সঙ্গে একটি মিটিং করেছি এবং আমরা পারস্পরিক ভাবে সম্মত হয়েছি যে, ওরাই চালিয়ে যাবে। ওরা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পরে আমরা বসে সিদ্ধান্ত নেব।’