চারজন নয়, আটজনকে রিটেনশনের নিয়ম চালু করা হোক- আগামী ১৬ এপ্রিল আইপিএলের ১০ দলের মালিকদের বৈঠকে এমনই একটি দাবি উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, সেদিন আমদাবাদে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির মালিকদের বৈঠক ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইতিমধ্যে সেই মর্মে প্রতিটি দলের কাছে চিঠি গিয়েছে। ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করা হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো না হলেও সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে আইপিএলকে এগিয়ে যাওয়া নিয়ে বৈঠক করা হবে জানিয়েছে বিসিসিআই। আর সেক্ষেত্রে আইপিএলের মেগা নিলামের নিয়মকানুন নিয়েই আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। ২০২৫ সালে আইপিএলের সেই মেগা নিলাম হওয়ার কথা আছে।
রিটেনশন নিয়ে আলোচনা
ওই রিপোর্ট অনুযায়ী, সেই বৈঠকে আইপিএলের রিটেনশন নীতি নিয়ে আলোচনা হতে পারে। একাধিক ফ্র্যাঞ্চাইজি চাইছে যে মেগা নিলামের আগে রিটেনড খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হোক। এমনকী চার (সর্বাধিক তিনজন ভারতীয় ও দু'জন বিদেশি) থেকে বাড়িয়ে আটজনকে রিটেন করার নিয়ম চালু করার পক্ষে আছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। তবে একাধিক ফ্র্যাঞ্চাইজি সেই প্রস্তাবে রাজি নয়। বরং রিটেন খেলোয়াড়ের সংখ্যাটা বেশি না করার পক্ষেই সওয়াল করেছেন ওই ফ্র্যাঞ্চাইজির মালিকরা।
সেক্ষেত্রে কাকে কাকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)? সংশ্লিষ্ট মহলের মতে, কাকে কাকে রিটেন করা হবে, তা এখনই বোঝা দুষ্কর। তবে অবিশ্বাস্য কিছু না ঘটলে কেকেআরের রিটেনশন তালিকার প্রথমেই থাকবেন রিঙ্কু সিং। সেইসঙ্গে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের রিটেন করতে পারে কেকেআর। রাসেল এবং নারিনদের অনেক বয়স হয়ে গেলেও তাঁদের উপরে যেভাবে আস্থা রেখে এসেছে, তাতে দুই ক্যারিবিয়ান তারকাকে ফের রিটেন করলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
'রাইট টু ম্যাচ' (আরটিএম) কার্ড কি ফিরবে?
আগে আইপিএলের নিলামে 'রাইট টু ম্যাচ' কার্ড ছিল। কিন্তু ২০২২ সালের আইপিএলে মেগা নিলামে সেই কার্ড তুলে দেওয়া হয়েছিল। ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মেগা নিলামে সেই 'রাইট টু ম্যাচ' কার্ড ফিরিয়ে আনা হবে কিনা, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হতে পারে। যে কার্ড ব্যবহার করে রিটেন না করা খেলোয়াড়কে নিলামের সময় ফিরিয়ে আনতে পারত ফ্র্যাঞ্চাইজিগুলি। রিটেনশন নীতির মতো 'রাইট টু ম্যাচ' কার্ড ব্যবহার করে সর্বাধিক চারজন খেলোয়াড়কে (সর্বাধিক তিনজন ভারতীয় ও দু'জন বিদেশি) ফিরিয়ে আনা যেত।
ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে বেশি টাকা প্রদান ও খেলোয়াড়ের সর্বোচ্চ দাম নির্ধারণ
আইপিএলে নিলামে কোনও একজন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ কত দর হাঁকা যেতে পারে, সেটার কোনও সীমা নির্ধারণ করে দেওয়া হবে কিনা, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ওই রিপোর্ট অনুযায়ী, ১৬ এপ্রিল আইপিএলের ১০টি দলের মালিকদের বৈঠকে সেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। সেইসঙ্গে মেগা নিলামে যাতে দলগুলি আরও বেশি টাকা নিয়ে নামতে পারে, তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।