অবিশ্বাস্য, দুরন্ত ক্যাচ নিয়ে ইডেনকে মাতালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। এই ক্যাচ নিয়ে তিনি অংকৃষ রঘুবংশীকে সাজঘরে ফিরিয়ে দিলেন। যশ দয়ালের বলে এই সাফল্য পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু। অবিশ্বাস্য ক্যাচ নিয়ে দলকে তৃতীয় সাফল্য এনে দেন ক্যামরন গ্রিন।
আরও পড়ুন… IPL 2024: আমার স্বপ্ন ছিল ও যেন ধোনির দলে খেলে- মাহির জন্য শিবম দুবের স্ত্রী আঞ্জুম খানের আবেগপূর্ণ বার্তা
টসে জিতেছিল কারা?
রবিবার আইপিএল-এর ৩৬তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে টস জিতেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্যাচে RCB দলে তিনটি পরিবর্তনও হয়েছিল। এই ম্যাচে দলে ফিরেছেন মহম্মদ সিরাজ, ক্যামরন গ্রিন ও করন শর্মা। কেকেআর অবশ্য নিজেদের দলকে অপরিবর্তিত রেখেছিল। তবে এই ক্যামরন গ্রিনের ক্যাচ সকলের মন জিতেছে। যেভাবে লাফিয়ে তিনি বল ধরেছেন তাতে অনেকেই অবাক হয়েগিয়েছেন। দেখে নিন সেই ভিডিয়ো-
আরও পড়ুন… IPL 2024 Points Table-এ বড় পরিবর্তন! CSK ও KKR-কে পিছনে ফেলে দিল SRH, DC হারতেই এগিয়ে গেল MI
কেমন ছিল KKR-এর ইনিংস?
প্রথমে ব্য়াট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এর কারণ অবশ্য এদিন সুনীল নারিনের ব্যাট সেভাবে কাজ করেনি। তবে দারুণ শুরু করেছিলেন ফিল সল্ট। মাত্র ১৪ বলে ৪৮ রান করেন ফিল সল্ট। এই ইনিংসে তিনি সাতটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে ১৫ বলে মাত্র ১০ রান সুনীল নারিন। যশ দয়ালের বলে তিনি আউট হন। এরপরে অংকৃষ রঘুবংশীকেও ফেরান যশ দয়াল। এই সময়ে দুরন্ত ক্যাচ নেন ক্যামরন গ্রিন।
আরও পড়ুন… Major League Soccer: মেসির জোড়া গোল সহ একটি অ্যাসিস্ট! ন্যাশভিলকে ৩-১ হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ইন্টার মায়ামি
৫৬ রানের মধ্যে প্রথম উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। এরপরে দলের ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায় কেকেআর। অংকৃষ রঘুবংশী আউট হওয়ার সময়ে দলের রান ছিল ৭৫। এরপরে ৮.২ ওভারে চতুর্থ উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। ৯৭ রানে চতুর্থ উইকেট হারায় কেকেআর। বেঙ্কটেশ আইয়ারের উইকেটের শিকার করেন ক্যামরন গ্রিন।
আরও পড়ুন… IPL 2024 DC vs SRH: ট্র্যাভিস-অভিষেকের ঝড়ে লন্ডভন্ড পন্তের দিল্লি, কাজে এল না কুলদীপ-ম্যাকগার্কের লড়াই
এরপরে ইনিংস এগিয়ে নিয়ে যান শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিং। রিঙ্কু ১৬ বলে ২৪ রান করে ফেরেন। মাঠে নামেল রাসেল। ১৪ ওভারে কলকাতা নাইট রাইডার্সের রান হয় ১৪২/৫। এই ম্যাচ জিতে জয়ের পথে ফিরতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই সময়ে লকি ফার্গুসন, মহম্মদ সিরাজ ও ক্যামরন গ্রিন একটি করে সাফল্যে পেয়েছিলেন। তবে যশ দয়াল ২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এখন দেখার কলকাতা নাইট রাইডার্স কতটা ঘুরে দাঁড়ায়।