মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বর্তমান ধারাভাষ্যকার সুনীল গাভাসকর। মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচনা করেছেন তিনি। হার্দিক পান্ডিয়ার বোলিং এবং অধিনায়কত্বকে সাধারণ মানের বললেন সুনীল গাভাসকর।
আসলে MI vs CSK ম্যাচ চলাকালীন একটা সময় মনে হয়েছিল যে চেন্নাই সুপার কিংসকে ১৯০ রানের স্কোরে সীমাবদ্ধ করে দেবে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু শেষ ওভারে, হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ছক্কার হ্যাটট্রিক মেরে দলকে ২০০ ছাড়িয়ে নিয়ে যান ধোনি। এই সময়ে মহেন্দ্র সিং ধোনি ৫০০ স্ট্রাইক রেটে চার বলে ২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার এই ইনিংসটিও মুম্বই ইন্ডিয়ান্সের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন… T20-তে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছিল- শুরুতে সাফল্য না পাওয়ার কারণ বোঝালেন মিচেল স্টার্ক
মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস শেষ হওয়ার পর, সুনীল গাভাসকর স্টার স্পোর্টসের একটি শোতে বলেছিলেন, ‘সম্ভবত আমি দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে বাজে ধরনের বোলিং দেখলাম। মনে হয়েছিল যেন আমি আমার নায়ককে জড়িয়ে ধরেছিলাম। তিনি সে ধরনের বল পেয়েছিলেন যাতে ধোনি ছক্কা মারতে ভালোবাসেন।’ লিটল মাস্টার আরও বলেছেন, ‘সাধারণ বোলিং, সাধারণ মানের ক্যাপ্টেন্সি। হাতে একাধিক বোলার থাকতেও নিজে বল করতে এল। ধোনি অপেক্ষা করছিল ওর পায়ের কাছে বল আসার। সেটাই করল হার্দিক। ছক্কা মারতে দিল। খুব সাধারণ মানের বোলিং এটা। ততটাই সাধারণ নেতৃত্ব।’
আরও পড়ুন… IPL 2024: ১০৫ রানের ইনিংস খেলে Orange Cap-র দৌড়ে রোহিতের লম্বা জাম্প! চাহালের দখলে Purple Cap
সুনীল গাভাসকর আরও বলেন, ‘শিবম দুবের সঙ্গে রুতুরাজ গায়কোয়াড় এত ভালো ব্যাটিং করেছেন, তবুও তাদের আগেই থামানো উচিত ছিল। আমার বিশ্বাস তাদের ১৮৫-১৯০ রানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত ছিল। শ্রেয়স গোপাল মাত্র এক ওভার বল করল কেন? ও তো বোলার। তাকে দিয়ে আমি মাত্র এক ওভার করাব? এটা ক্যাপ্টেন্সি! আগের ম্যাচে যে (যশপ্রীত বুমরা) এত ভাল বল করল, তাকে নতুন বলটাই দিল না। এটাকে নেতৃত্ব দেওয়া বলে না।’
আরও পড়ুন… MI vs CSK ম্যাচের পরে IPL 2024 Points Table এ বড় পরিবর্তন! LSG হারতেই শীর্ষ চারে SRH-র এন্ট্রি
সুনীল গাভাসকরের কথার রেশ টেনে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন বলেন, ‘কিচ্ছু ঠিক নেই। হার্দিককে টসের সময় দেখছিলাম খুব হাসছে। কিন্তু ও ভিতর থেকে ঠিক ছিল না। আমি বলছি ও ঠিক নেই। এটা মুম্বইয়ের ঘরের মাঠ। সেখানে ওকে টিটকিরি করা হচ্ছিল। এখানে গোটা মাঠ চেন্নাইয়ের জন্য চিৎকার করছে। এটা মেনে নেওয়া কঠিন। ও তো মানুষ। ওর আবেগ আছে। আমি জানি এমন পরিস্থিতিতে কেমন লাগে। গাভাস্কারও জানেন। মায়ান্তিও জানে। এটা মেনে নেওয়া কঠিন। সেটার প্রভাব পড়ছে হার্দিকের উপর।’
আরও পড়ুন… বল না করলে হার্দিক পান্ডিয়াকে কেন T20 WC 2024-এ খেলানো হবে, প্রশ্ন তুললেন হর্ষ ভোগলে
ধোনির সঙ্গে হার্দিককের যে ফারাক অনেক বেশি সে কথাও জানিয়ে পিটারসেন বলেন, ‘একটা দলের অধিনায়ক (ধোনি) পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করছে পরবর্তী অধিনায়ক কে হবে। আর এ দিকে হার্দিকের কাছে এই ম্যাচের জন্য দ্বিতীয় কোনও পরিকল্পনা নেই। ও বুঝতেই পারছে না কী করবে।’ আসুন আমরা আপনাকে বলি, এই ম্যাচে মুম্বইয়ের জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই। রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও স্বাগতিক দল নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৮৬ রান করতে পারে। এই ম্যাচে মুম্বইকে ২০ রানে হারের মুখে পড়তে হয়েছিল। মরশুমে এটি মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ পরাজয়। দলটি এখন পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে গিয়েছে।