বাংলা নিউজ > ক্রিকেট > INDW vs ENGW Day 1 Highlights: প্রথমদিনেই ৪১০ রান তুলল ভারত! হাফ-সেঞ্চুরি ৪ জনের, শতরান হবে বাংলার দীপ্তির?
পরবর্তী খবর
INDW vs ENGW Day 1 Highlights: প্রথমদিনেই ৪১০ রান তুলল ভারত! হাফ-সেঞ্চুরি ৪ জনের, শতরান হবে বাংলার দীপ্তির?
3 মিনিটে পড়ুন Updated: 14 Dec 2023, 07:59 PM ISTAyan Das
INDW vs ENGW Test Highlights: আজ নবি মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলল ভারতীয় মহিলা দল। প্রথমদিনের শেষে ভারতের স্কোর সাত উইকেটে ৪১০ রান।
মারমুখী দীপ্তি শর্মা। (ছবি সৌজন্যে পিটিআই)
নয় বছর পরে দেশের মাটিতে টেস্ট খেলতে নেমে প্রথম দিনটাই দুর্দান্ত কাটল ভারতের। নবি মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৯৪ ওভারে সাত উইকেটে ৪১০ রান তুলল টিম ইন্ডিয়া। রানরেট ছিল ৪.৩৬। অর্থাৎ ভারতের মানসিকতা একেবারেই ভীতু ছিল না। যদিও প্রথমদিনের শেষে এত রান করলেও কোনও ভারতীয় ব্যাটার শতরান পাননি। চারজন অর্ধশতরান করেন - সতীশ শুভা (৬৯ রান), জেমিমা রদ্রিগেজ (৬৮ রান), যস্তিকা ভাটিয়া (৬৬ রান) এবং দীপ্তি শর্মা (অপরাজিত ৬০ রান)।
ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের স্কোরকার্ড দেখুন
ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচের আপডেট
দুপুর ১ টা ৯ মিনিট: লাঞ্চের পরে জোড়া উইকেট হারিয়ে ফেলেছে ভারত। আপাতত ৪১ ওভারে ভারতের স্কোর চার উইকেটে ১৯৮ রান। আপাতত ক্রিজে আছেন হরমনপ্রীত কৌর এবং যস্তিকা ভাটিয়া। ৭৬ বলে ৬৯ রান করেন শুভা সতীশ। ৯৯ বলে ৬৮ রান করেন জেমিমা রদ্রিগেজ। দু'জনেই শতরান মাঠে ফেলে আসেন।
সকাল ১১ টা ৩৮ মিনিট: টেস্ট অভিষেকেই অর্ধশতরান করলেন সতীশ শুভা। ৫০ বলে অর্ধশতরান পূরণ করেন। আপাতত ৫৭ বলে ৫৫ রানে খেলছেন তিনি। ১০টি চার মেরেছেন। ৬৩ বলে ৩৭ রানে খেলছেন জেমিমা রদ্রিগেজ। ভারতের স্কোর ২৭ ওভারে দু'উইকেটে ১৩৬ রান।