বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG, 1st Test: জাদেজার বল বুঝতে না পেরে, ছেড়ে দিতে গিয়েই যত গণ্ডগোল, বোল্ড হয়ে ভেবলে গেলেন বেয়ারস্টো- ভিডিয়ো
পরবর্তী খবর
IND vs ENG, 1st Test: জাদেজার বল বুঝতে না পেরে, ছেড়ে দিতে গিয়েই যত গণ্ডগোল, বোল্ড হয়ে ভেবলে গেলেন বেয়ারস্টো- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 27 Jan 2024, 02:37 PM ISTTania Roy
India vs England, 1st Test: বেয়ারস্টো নিজেও ভাবেননি ওভাবে বোল্ড হয়ে যাবে। একটু ভ্যাবাচ্যাকাই খেয়ে দাঁড়িয়ে পড়েন। কী ভাবে, কী হল, বোঝার চেষ্টা করতে থাকেন। যাইহোক ততক্ষণে জাদেজা এবং দলের বাকিরা মিলে সেলিব্রেশনে মেতে উঠেছেন।
বল ছেড়ে দিতে গিয়ে আউট জনি বেয়ারস্টো, উচ্ছ্বাসে ভাসলেন রবীন্দ্র জাদেজা।
১৯০ বা তার বেশি লিড নেওয়ার পরেও, ভারত একবারই একটি টেস্টে হেরেছে- ২০১৫ সালে গলে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে গিয়েছিল ভারত। সেবার প্রথম ইনিংসে ১৯২ রানের লিড পেয়েছিল। চলতি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে ১৯০ রানের লিড পেয়েছে ভারত। যশস্বী জয়সওয়ালের ৮০, কেএল রাহুলের ৮৬ এবং রবীন্দ্র জাদেজার ৮৭ রানের ইনিংসের হাত ধরে ভারত তাদের প্রথম ইনিংসে ৪৩৬ রান করে। প্রসঙ্গত, ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তাদের প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিল।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমেও যে খুব স্বস্তিতে রয়েছে এমনটা নয়। তবে শুরুটা কিন্তু খুব খারাপ করেনি ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি (৩১) এবং বেন ডাকেট (৪৭) শুরুটা ভালো করেছিলেন। কিন্তু ১১৭ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায় ব্রিটিশদের। জো রুট চারে ব্যাট করতে নেমে ২ করে আউট হলে, পাঁচে ব্যাট করতে নামেন বেয়ারস্টো। কিন্তু তিনিও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। বেয়ারস্টো আউট হওয়ার ঠিক আগের ডেলিভারিতে বাইরের বল খোঁচা মেরেছিলেন। তাতে আউটের সম্ভাবনা থেকে যায়। যে কারণে পরের ডেলিভারিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেয়ারস্টো। তিনি জাদেজার বল বুঝতে না পেরে ভুল সিদ্ধান্তের শিকার হন।