রবিবার অ্যাডিলেড ওভালে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে বিগ ব্যাশ লিগের ম্য়াচে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন ক্রিস লিন। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন তিনি।
উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার চারটি ছক্কা হাঁকানোর সুবাদে বিগ ব্যাশ লিগে ইতিহাস গড়েন ক্রিস লিন। প্রথম ক্রিকেটার হিসেবে লিন অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে ২০০টি ছক্কার গণ্ডি ছুঁয়েছিলেন আগেই। এবার তিনি সেই গণ্ডি পেরিয়ে যান। মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে এই ম্যাচে ৪টি ছক্কা মারার পরে টুর্নামেন্টের ইতিহাসে লিনের ছক্কার সংখ্যা দাঁড়ায় ২০৪টি। বিগ ব্য়াশের ১১৫টি ইনিংসে ব্যাট করে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
উল্লেখযোগ্য বিষয় হল, বিগ ব্যাশ লিগে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর নিরিখে ক্রিস লিনের ধারে-কাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চ টুর্নামেন্টের ইতিহাসে ১১৮টি ছক্কা মেরেছেন।
বিগ ব্যাশ লিগে সব থেকে বেশি ছক্কা হাঁকানো ৫ জন ব্যাটার:-
১. ক্রিস লিন- ১১৫টি ইনিংসে ২০৪টি ছক্কা।২. অ্যারন ফিঞ্চ- ১০৪টি ইনংসে ১১৮টি ছক্কা।৩. গ্লেন ম্যাক্সওয়েল- ১০০টি ইনিংসে ১১৫টি ছক্কা।৪. বেন ম্যাকডারমট- ৮৫টি ইনিংসে ১১২টি ছক্কা।৫. অ্যালেক্স হেলস- ৭৪টি ইনিংসে ১০০টি ছক্কা।
আরও পড়ুন:- IND vs SA: এমন পিচে খেলতে দেওয়া হয়, হাঁটুর উপরে বল ওঠে না, দক্ষিণ আফ্রিকায় প্র্যাক্টিস ম্যাচ না খেলার কারণ জানালেন রোহিত
উল্লেখযোগ্য বিষয় হল, লিনের এমন মারকাটারি ইনিংস সত্ত্বেও মেলবোর্ন স্টার্সের কাছে ম্যাচ হারতে হয় অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। শুরুতে ব্যাট করে অ্যাডিলেড নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ক্যাপ্টেন ম্য়াথিউ শর্ট ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৬ রান করে আউট হন। মেলবোর্নের গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন।
আরও পড়ুন:- NZ vs BAN: কম রানের পুঁজি নিয়েও জোর লড়াই বাংলাদেশের, তৃতীয় T20I জিতে মান বাঁচাল নিউজিল্যান্ড