হাতে আর দেড় মাসও সময় নেই, তারপরই শুরু হয়ে যাচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি। আর তাঁর আগেই বড় দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে। গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার। গত দুই সিরিজেই ঘরের মাঠে ভারতের কাছে টেস্টে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে এবারে সিরিজ তাঁদের কাছে ছিল সম্মানরক্ষার। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেল প্যাট কামিনসের দল।
আরও পড়ুন-নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার…
চোটের জায়গায় কোনও উন্নতি নেই…
ইংল্যান্ড সিরিজের মাঝপথেই ক্যামেরন গ্রিন ছিটকে গেছিলেন। তাঁর স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে বলে জানা গেছিল। তখনই একটা আশঙ্কা করেছিল অস্ট্রেলিয়া মেডিক্যাল টিম এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ। যদিও স্ক্যান এবং এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরে তাঁরা কয়েকটা দিন অপেক্ষা করছিলেন, চোটের জায়গায় কোনওরকম উন্নতি হয় কিনা দেখার জন্য।
জানা যাচ্ছে, এই নিয়ে পঞ্চমবার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে ক্যামেরন গ্রিনের। বয়স অল্প হলেও তিন ফরম্যাটেই তিনি অজিদের হয়ে নিয়মিত খেলেন। এছাড়াও ২৫ বছর বয়সী এই ক্রিকেটার খেলেন বিভিন্ন দেশের টি২০ লিগেও। ফলে শরীর আর সায় দিল না তাঁর। ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত নিলেন এই চোট নিজে থেকে আর সাড়বে না, তাই অস্ত্রোপচারই করতে হবে গ্রিনের।
আরও পড়ুন-‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত…
থাকবেন না চ্যাম্পিয়নস ট্রফিতেও…
ক্যামেরন গ্রিনের ছুড়ি কাঁচির নিচে পড়া মানেই প্রায় ছয় মাসের জন্য তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন। ফলে আগামী বর্ডার গাভাসকর সিরিজের কোনও ম্যাচেই গ্রিনকে পাওয়া যাবে না। টেস্ট সিরিজের পাশাপাশি আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতেও তাঁকে পাওয়া যাবে না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রসঙ্গত,মেডিক্যাল বোর্ডের সঙ্গে কথা বলে নিজের চোটের চিকিৎসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন গ্রিনই।
আরও পড়ুন-‘স্পেনে শেষ ম্যাচ দেখতে যাব, রাফার জন্য আমার সেরাটা বেরিয়ে এসেছে’, পোস্ট জোকারের
কি ধরণের অস্ত্রোপচার হবে গ্রিনের?
গ্রিনের মেরুদন্ডের নিচের অংশে চোটের জায়গায় অস্ত্রোপচার করে টাইটেনিয়ামের প্লেট বসানো হবে স্ক্রু দিয়ে। এর আগে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, শেন বন্ডসহ জেমস প্যাটিনসন, জ্যাসন বেহরেনদ্রফের মতো বহু ক্রিকেটারকেই এভাবে স্ট্রেস ফ্র্যাকচারের চিকিৎসা করা হয়েছে, যাতে ভবিষ্যৎে ফের একবার এই ধরণের চোট তাঁদের কেরিয়ারে বাধা হয়ে না দাঁড়ায়।