India vs Pakistan Asia Cup 2023: অল্পের জন্য সুরেশ রায়নার দেড় দশক আগে গড়া রেকর্ড ছোঁয়া হয়নি পাক তারকার।
ইফতিকার আহমেদ ও মহেন্দ্র সিং ধোনি। ছবি- এএফপি।
ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের মহারণে নামার আগে মহেন্দ্র সিং ধোনির একটি সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলেন ইফতিকার আহমেদ। নেপালের বিরুদ্ধে চলতি এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ঝোড়ো শতরান করার পথে ১৫ বছর আগে এই টুর্নামেন্টে গড়া মাহির নজিরে ভাগ বসান পাক তারকা।
মুলতানে নেপালের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এর প্রথম ম্যাচে পাকিস্তানের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নামেন ইফতিকার। তিনি ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। ইফতিকারের ওয়ান ডে কেরিয়ারের এটি ছিল ১৫ নম্বর ম্যাচ। তিনি এই প্রথমবার ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে মাঠে নামেন।
উল্লেখযোগ্য বিষয় হল, ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে প্রথমবার মাঠে নেমেই সব থেকে বেশি রানের ইনিংস খেলার যুগ্ম রেকর্ড গড়েন ইফতিকার। এতদিন এককভাবে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির নামে। ২০০৮ সালে করাচিতে হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ধোনি ভারতের হয়ে ৪ নম্বরে ব্যাট করতে নামেন। সেই ম্যাচে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন ধোনি। সেটি ছিল ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে মাহির প্রথম ম্যাচ। অর্থাৎ, ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে প্রথমবার মাঠে নেমে ধোনি ও ইফতিকার উভয়েই ১০৯ রান করে অপরাজিত থাকেন।
হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের সেই ম্যাচে সুরেশ রায়না ৬৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপের ইতিহাসে সেটি তৃতীয় দ্রুততম শতরানের রেকর্ড। ইফতিকার ধোনির নজিরে ভাগ বসালেও অল্পের জন্য ১৫ বছর আগে গড়া রায়নায় সেই রেকর্ড ছুঁতে পারেননি। মুলতানে ৬৭ বলে সেঞ্চুরি করে এশিয়া কাপের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরানের নজির গড়েন পাক তারকা। সেঞ্চুরিতে পৌঁছতে আর ১টি বল কম খেললেই ইফতিকার ১৫ বছর আগে হংকংয়ের বিরুদ্ধে একই ম্যাচে গড়া ধোনি ও রায়নার জোড়া রেকর্ড ছুঁয়ে ফেলতে পারতেন।