বাংলা নিউজ > ক্রিকেট > Asia Cup SKY insults Pakistan: কীসের রাইভ্যালরি? ৩৩ সেকেন্ডে পাকিস্তানের সম্মান ধুলোয় মেশালেন স্কাই
পরবর্তী খবর
ভারত-পাকিস্তান ম্যাচ একদা প্রতিদ্বন্দ্বিতা থাকত, কড়া টক্কর থাকত মাঠের ভিতরে। তবে সেই সব এখন অতীত। চলতি এশিয়া কাপেও এই নিয়ে পরপর দু'বার অনায়াসে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারতীয় দল। এখন ভারত-পাক ম্যাচ ঘিরে যত উত্তেজনা, সব মাঠের বাইরে। মাঠে ভারতীয় দল একতরফা ভাবে পাকিস্তানের ওপর দাদাগিরি চালায়। এই আবরে ভারত-পাক ম্যাচকে 'রাইভ্যালরি' বলতে নারাজ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। গতকাল সাংবাদিক সম্মেলনে এই নিয়ে হাসতে হাসতে পাকিস্তানের ক্রিকেট দলের মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে যান সূর্যকুমার। (আরও পড়ুন: ভরা মাঠে ভারতীয় সেনাকে চরম অপমান হারিস রউফের, দর্শকরাই দিলেন কড়া জবাব)