সম্প্রতি ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক নিজের আউট হওয়া নিয়ে আজব এক যুক্তি দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন কলকাতায় ধোঁয়াশার কারণে নাকি বরুণ চক্রবর্তীর বল খেলতে সমস্যা হচ্ছিল! এরপরেই তাঁর এই মন্তব্য নিয়ে নেট দুনিয়ায় মজা করা শুরু হয়। চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ফের একবার বরুণ চক্রবর্তীর বলে আউট হতে তাঁকে নিজের মন্তব্যের জন্য বিদ্রুপের মুখে পড়তে হয়। শুধু নেটিজেনরা নয়, রবি শাস্ত্রী, সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিরাও তাঁকে নিয়ে মশকরা করেন। এবার ব্রুকের ‘কুয়াশা’ মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিলেন সদ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তিনি এই ইংরেজ ব্যাটার কোথায় ভুলে করছেন সেটা তুলে ধরেন।
বল বুঝতে না পারায় আউট ব্রুক:
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচে বল হাতে ভালো পারফরম্যান্স করেছেন বরুণ চক্রবর্তী। এখনও পর্যন্ত ২ ইনিংসে বল করে ৫ উইকেট নিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেল অ্যাশ কি বাতে অশ্বিন ব্রুকের উদ্দেশ্যে বলেন, ‘চেন্নাইয়ে কোনও কুয়াশা ছিল না। হ্যারি ব্রুক আগে বলেছিল যে কলকাতায় কুয়াশা ছিল, তাই বরুণকে খেলতে সমস্যা হয়েছিল। আমি শুধু হ্যারি ব্রুককে একটাই কথা বলতে চাই: দয়া করে এটা বোঝার চেষ্টা করো যে বরুণ লেগ স্পিন বেশি করে না, গুগলি করে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রথম ইনিংসে তুমি বল বুঝতে পারনি এবং লেগ স্টাম্পের দিকে সরে যাও। সেই কারণে বোল্ড হয়েছিলে। এরপর দ্বিতীয় ইনিংসে তুমি স্টাম্প কভার করে দাঁড়িয়েছিলে কিন্তু গুগলি পড়তে পারনি। তুমি যদি তার হাত দেখে বুঝতে না পারো কোন বল করবে তাহলে আলো যেরকমই থাক না কেন তাতে কিছু যায় আসবে না।’
ব্রুক যা সাফাই দিয়েছিলেন:
কলকাতায় প্রথম টি২০ ম্যাচে ১৪ বলে ১৭ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন হ্যারি ব্রুক। এরপরেই ইংল্যান্ডের সহ অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বরুণ একজন খুবই ভালো বোলার। কিন্তু কুয়াশার জন্য আগের দিন ওর বল বোঝা আরও কঠিন হয়ে যাচ্ছিল। যদি বাতাস আরও পরিষ্কার থাকত তাহলে বল দেখতে সুবিধা হত। টি-২০তে স্পিন খেলা সব থেকে কঠিন বিষয়। সেই কারণ আমি অধিকাংশ সময় বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যাই। একটু সংযম রাখতে হবে ’। উল্লেখ্য, চেন্নাইয়ে ৮ বলে ১৩ রান করে ফের বরুণের বলে বোল্ড হন ব্রুক।