
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কলকাতায় বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে কুয়াশার উপরে দোষ চাপিয়েছিলেন। এবার চেন্নাইয়ে কুয়াশা না থাকলেও সেই ভারতীয় তারকা স্পিনারের বলেই বোল্ড হয়ে গেলেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। আর তারপরই তাঁকে চরম কটাক্ষের মুখে পড়তে হল। নেটপাড়া তো বটেই, ইংরেজ তারকাকে ছাড়লেন না রবি শাস্ত্রী, সুনীল গাভাসকরের মতো ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। ভারতের প্রাক্তন হেড কোচ তথা ধারাভাষ্যকার তো একেবারে চাঁচাছোলা ভাষায় বললেন, ‘ওর কুয়াশা চাই না। বলটা (এমনিতেই) ভিতরে ঢুকে গিয়ে (স্টাম্পে আছড়ে পড়ল)।’ আর গাভাসকর বলেন, ‘হ্যারি ব্রুকের দিকে তাকিয়ে বরুণ চক্রবর্তী বলছে, তুমি কি এখানে কুয়াশা দেখতে পাচ্ছো?’
আর ভারতের প্রাক্তন তারকারা যখন এরকমভাবে ব্রুককে কটাক্ষ করেছেন, তখন নেটিজেনদের খোঁচা যে কতটা তীক্ষ্ণ হতে পারে, তা নিয়ে কারও কোনওরকম ধন্দ থাকার কথা নয়। এক নেটিজেন বলেন, ‘পরিষ্কার আবহাওয়া। বাতাসের গুণমান ভালো। প্রায় কুয়াশা নেই। তাও ব্রুক বোল্ড হয়ে গেলেন। এবার কার উপরে দোষ চাপাবেন?’
আরও পড়ুন: Ranji Trophy- নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে ভক্ত! মার খাবে বুঝতে পেরেই যা করলেন রোহিত, ভিডিয়ো দেখুন
অপর এক নেটিজেনের কটাক্ষের ভাষা তো আরও তীক্ষ্ম ছিল। তিনি বলেন, 'চেন্নাইয়ে অত্যধিক কুয়াশা ছিল বলে মনে হচ্ছে। কারণ নিজের ব্যাটিংয়ে খামতি দেখতে পারছেন না হ্যারি ব্রুক।' একজন আবার বলেন, 'নিশ্চিতভাবে আজ কুয়াশা নেই। হয়তো এবার ব্রুক বলবেন যে আজ ভুল জায়গায় স্টাম্প রাখা হয়েছিল।'
আরও পড়ুন: জানেন কেন স্টাম্প মাইকের থেকে দূরে থাকেন সূর্যকুমার? বিষয়টা নাকি রোহিতের সঙ্গে যুক্ত
আর ব্রুককে যে সেই কটাক্ষের মুখে পড়তে হচ্ছে, সেটার নেপথ্যে আছে ইংরেজ তারকার একটি মন্তব্য। ইডেনে প্রথম টি-টোয়েন্টিতে বরুণের বলে বোল্ড হওয়ার পরে চেন্নাইয়ে এসে তিনি বলেছিলেন, '(রবি) বিষ্ণোইয়ের বল খেলিনি আমি। কিন্তু বরুণ দুর্দান্ত বোলার। ওর বল বোঝাটা কঠিন। আমার আসলে মনে হয় যে আগেরদিন রাতে যা কুয়াশা ছিল, তাতে ওর বল পড়তে পারার কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছিল। আশা করছি যে এখানকার (চেন্নাই) বাতাস পরিষ্কার থাকবে এবং আমরা আরও সহজভাবে বল দেখতে পারব।'
তিনি যেমন আশা করেছিলেন, সেরকমই ছিল চেন্নাইয়ের বাতাস। কিন্তু ইডেনের থেকে আলাদা কোনও পরিণতি হয়নি দক্ষিণ ভারতের শহরে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সপ্তম ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে যান ব্রুক। তাঁর ব্যাটের ভিতরের দিকে কাণা এবং প্যাডের ফাঁক দিয়ে বলটা গলে গিয়ে অফস্টাম্পের উপরের দিকে আছড়ে পড়ে। বরুণের ফ্লাইটে মাত খেয়ে যান ব্রুক। বলটা কোনদিকে ঘুরবে, সেটা বুঝতেও পারেননি ইংরেজ তারকা। আর তারপরই ব্রুকের দিকে আগ্রাসীভাবে তাকিয়ে থাকেন ভারতের তারকা স্পিনার।
আরও পড়ুন: আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতে চাই না: আগরকরের চেয়ারে কেন বসতে চান না অশ্বিন?
আর তারপর হতাশ হয়ে ড্রেসিংরুমে ফিরে যেতে বাধ্য হন ব্রুক। আট বলে ১৩ রান করে আউট হয়ে যান। আর ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৬৫ রান তোলে। সর্বোচ্চ ৪৫ রান করেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বরুণ এবং অক্ষর প্যাটেল। একটি করে উইকেট পান আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর এবং অভিষেক শর্মা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports