‘তারক মেহতা কা উল্টা চশমা’ এমন একটি সিটকম যা বহু বছর ধরে টেলি দর্শকদের মন জয় করে চলেছে। বলাই বাহুল্য এটা একটা ইতিহাস তৈরি করেছে। আজও এই শো দর্শকদের বেশ পছন্দের। এখানেআমরা আপনাদের শোয়ের এমন একজন অভিনেত্রী সম্পর্কে কথা বলতে চলেছি যিনি কিনা এই শোতে তাপ্পুর ((ভব্য গান্ধী অভিনীত চরিত্র) স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন।
এই ধারাবাহিকের একটি সিকোয়েন্সে দেখনা হয় তাপ্পু যখন ছোট ছিলেন, তখন তার বিয়ে হয়ে যায়। যদিও পরে জানা যায়, এটা শুধুই জেঠালালের স্বপ্ন ছিল। এবার বলা যাক তাপ্পুর স্ত্রী টিনার কথা। শোতে অল্প সময়ের জন্য হাজির হয়েও, টিনার চরিত্রটি এখনও দর্শকদের মনে গেঁথে গিয়েছে।
কিন্তু আপনি কি জানেন এই টিনা আসলে কে? কে এই চরিত্রে অভিনয় করেছিলেন? সেই খুদে অভিনেত্র এখন কতবড় হয়েছেন, কী করছেন?
‘তারক মেহতা কা উল্টা চশমা’য় টিনার চরিত্রে যে খুদে অভিনয় করেছিল তার আসল নাম নূপুর নিমেশ ভাট। তিনি অবশ্য এখন আর ছোট্ট নেই। নূপুর বর্তমানে এখন একজন কোরিওগ্রাফার। বয়স বছর ২৫। প্রায়ই তিনি তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় নূপুরের ফলোয়ারের সংখ্যা ৫৩.৭ হাজার। কখনও ওয়েস্টার্ন বা ট্র্যাডিশনাল লুকে নিজের ছবিও শেয়ার করেন নূপুর।
আরও পড়ুন-খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল, অবশেষে জামিন পেলেন পর্দার ‘হাসিনা’ নুসরত
প্রসঙ্গত, ‘তারক মেহতা কা উল্টা চশমা’র পর আর কোনও ধারাবাহিকে কাজ করেননি নূপুর। প্রসঙ্গত, এই ধারাবাহিকে তিনি শুধু তপুর স্ত্রীর চরিত্রেই অভিনয় করেননি, একাধিক চরিত্রে অভিনয় করেছেন নূপুর। একসময় এক শাড়ির দোকানদারের মেয়ের চরিত্রেও দেখা মিলেছিল তাঁর।
প্রসঙ্গত, এই সিরিজে দিলীপ যোশী, মন্দার চাঁদওয়াদকর, অমিত ভাট, মুনমুন দত্ত, সোনালি যোশী, তনুজ মহাশব্দে, অম্বিকা রঞ্জনকর শুরু থেকেই এতে কাজ করছেন। সেই সঙ্গে বাকি চরিত্রগুলোতে বর্তমানে নতুন কিছু মুখকে দেখা যাচ্ছে। তাঁরাও একইভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন। শোতে দয়াবেনের চরিত্রে অভিনয় করেছিলেন দিশা ভাকানি, যিনি দীর্ঘদিন ধরে শো থেকে দূরে ছিলেন। তবেং কিছুদিন আগে ছবির প্রযোজক ঘোষণা করেছিলেন যে তিনি এই চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছেন।