
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৪ আইপিএলটা মোটেই ভালো যায়নি শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের। কোচ হিসেবে আশিস নেহরা প্রথম দুই বছরে যতটা সফল, তৃতীয় বছরে এসে অধিনায়কত্বের বদল হওয়ায় তিনি ব্যর্থ হয়েছে। রশিদ খানরা তেমন লড়াই দিতেই পারেনি এবারের আইপিএলে। শুভমন গিলের অধিনায়কত্বে গুজরাট টাইটান্সকে কিছুটা দিশেহারাই দেখিয়েছিলেন।
প্রথম দুই আইপিএলের অন্যতম সফলতম দল হলেও এবারের তাঁদের পারফরমেন্স ছিল একদমই মধ্যমানের। গিল যাও বা রান পেয়েছিলেন, অধিনায়কত্ব তাঁর মোটেই ভালো ছিল না। আশিস নেহরার হাতে ব্যাক আপ প্ল্যানও তেমন ছিল না, যখন ঋদ্ধিমাহ সাহা অফ ফর্মে ছিলেন। ডেভিড মিলারদের খারাপ ফর্মের মাঝে নেহরার কোচিং করিশমা ধাক্কা খেয়েছিল।
আরও পড়ুন-ভালো করতে গিয়ে বিরাটদের ক্ষতি করছে BCCI! স্পেশাল ট্রিটমেন্ট নিয়ে বিরক্ত মঞ্জরেকর
এরই মধ্যে জানা যাচ্ছে আইপিএলের গুজরাট টাইটান্স দলের মালিকানা বদল হতে চলেছে। যদিও তাতে খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে না হেড কোচ আশিস নেহরা, ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কিদের। সিভিসি গ্রুপ থাকুক বা না থাকুক, তাঁদের চাকরি নতুন মালিক এলেও থেকেই যাচ্ছে। প্রথম বছরেই দলকে চ্যাম্পিয়ন করার সুবাদে কোচ আশিস নেহরার সঙ্গে বড় অঙ্কের চুক্তি করা হয়েছিল।
আরও পড়ুন-আফগানিস্তানের জন্য কাঁদতে দেখেছি ওকে! ‘মসিহা’ জাদেজাকে নিয়ে বললেন আফগান অধিনায়ক…
শোনা যাচ্ছে, টরেন্ট ফার্মা গুজরাট টাইটান্স দলের মালিকানা নিতে চলেছে। বর্তমানে সিভিসি ক্যাপিটালসের হাতে থাকলেও দলের সিংহভাগ মালিকানা হস্তান্তর হতে চলেছে আহমেদাবাদের টরেন্ট ফার্মার হাতে। এরপরই জল্পনা তৈরি হয়েছিল, গোটা দলেই ব্যাপক পরিবর্তন আনতে চলেছে গুজরাট টাইটান্স শিবির। ২০২৪-এর ব্যর্থতা ভুলতে গোটা দলেই ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, যদিও আগামী আইপিএলের নিলামের আগে তড়িঘড়ি কিছুই আর করবে না দলের নতুন মালিকরা।
আরও পড়ুন-একদম ফালতু কথা না! RCB নিয়ে গুজব ছড়াতেই মেজাজ হারালেন ঋষভ পন্ত…
আইপিএলের গুজরাট টাইটান্সের হেড কোচ পদে থাকা আশিস নেহরার পারিশ্রমিক সব থেকে বেশি। প্রথম বছরে সাফল্যের পর তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছিল। ফলে আগামী আইপিএল পর্যন্ত তাঁর সঙ্গে দলের চুক্তি রয়েছে। ততদিন পর্যন্ত আশিস নেহরাই দায়িত্বে থাকছেন। আগামী নভেম্বর মাসে হতে চলা নিলামেও তিনিই বসবেন। একইসঙ্গে কাদের রাখা হবে এবং কাঁদের ছেড়ে দেওয়া হবে সেই সিদ্ধান্তও নেবেন তিনিই।
গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচের পদ থেকে গ্যারি কার্স্টেন অব্যাহতি নিয়েছিলেন আইপিএলের পরেই। তিনি বর্তমানে পাকিস্তান দলের হেড কোচ। তাঁর পরিবর্তে কাকে বেছে নেওয়া যায়, এখন সেই সিদ্ধান্তই নিতে হবে নতুন কর্ণধারদের। প্রসঙ্গত নেহেরা থেকে গেলে, মিঠুন মানহাস, আশিস কাপুররাও নিজেদের কোচিং স্টাফের পদে বহাল থাকবেন। প্রসঙ্গত বিসিসিআইয়ের লক ইন পিরিয়ডের নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারির আগে গুজরাট দলের মালিকানা বদল বা হস্তান্তর সম্ভব নয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports