বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুই ক্রিকেটারকেই ছাড় দেওয়া হয়েছিল দলীপ ট্রফিতে। আরেক ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহকেও ছাড় দেওয়া হয়েছিল ওয়ার্ক লোডের কারণে। কিন্তু পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে রোহিত বিরাটদের তুলনায় ফাস্ট বোলারদের ওয়ার্ক লোড মেন্টন করাটা যথেষ্টই জরুরি, তাই তাঁকে দলীপ ছাড় দেওয়া হলেও বিরাট - রোহিতদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য বোর্ডের ওপর বিরক্ত প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।
আরও পড়ুন-‘ওর দ্বারা সম্ভব নয়’! সচিনের রেকর্ড ভাঙা নিয়ে ‘বিরাট’ সংশয় প্রকাশ ব্র্যাড হগের…
প্রথম টেস্টে রোহিত শর্মা এবং বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে জঘন্যভাবে ফেল করেছেন। প্রথম ইনিংসে দুই ক্রিকেটারই মাত্র ৬ রান করে তুলে হাসান মাহমুদের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন । আর দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা আউট হন তাসকিন আহমেদের বোলিংয়ে, বিরাট কোহলি এলবিডাব্লু হন মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে। এই পারফরমেন্সের পরই তাঁদের অফ ফর্মের জন্য বোর্ডকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।
বিরাট-রোহিতের অফ ফর্ম নিয়ে কি বলছেন সঞ্জয়?
বিরাট কোহলি এবং রোহিত শর্মার খারাপ পারফরমেন্সের জন্য বিসিসিআইকে দায়ি করেছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, দলীপ ট্রফিতে যখন শুভমন গিল, ঋষভ পন্ত, যশস্বী জয়সওয়ালদের খেলানো হল তখন রোহিত শর্মাদের আলাদাভাবে ছাড় দেওয়ার কোনও দরকার ছিল না। অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফেরায় তাঁরা যদি লাল বলে একটা ম্যাচ খেলে নিত তাহলে তাঁদের ছন্দে ফিরতে সুবিধাই হত।
আরও পড়ুন-ব্যাটে রান নেই! হয়েছে খুনের মামলা! এবার শেয়ার মার্কেট কারসাজিতেও জরিমানা শাকিবকে…
সঞ্জয় মঞ্জরেকরের কথায়, ‘বিরাট বা রোহিত এখন এমন একটা জায়গায় চলে গেছে, ওদের হয়ত বাড়তি সুবিধা দিতে হয়। কিন্তু এটার ফলে আখেরে ওদেরই ক্ষতি করছে বিসিসিআই। ওরা যতই ভালো ক্রিকেটার হোক না কেন, যদি দলীপ ট্রফিতে খেলে আসত তাহলে বাংলাদেশ সিরিজ থেকেই ছন্দে ফিরতে পারত। কারণ অনেকদিন লালবলে খেলেনি। কিন্তু এখানে ওদের ভালো করতে গিয়ে, বিশ্রাম দিতে গিয়ে আলাদাভাবে ছাড় দিতে গিয়ে আখেরে ওদেরই ক্ষতি হয়ে যাচ্ছে, যার ফলে ভারতীয় ক্রিকেটেরও ক্ষতি হচ্ছে’।
আরও পড়ুন-ভিডিয়ো- কানপুর যাওয়ার পথে অশ্বিনের লেগ পুলিং! জাদেজা-বুমরাহ বললেন ‘Thala for a reason’
মঞ্জরেকর অবশ্য আশা করছেন দুই তারকাই ফর্মে ফিরবেন পরের ম্যাচ থেকে। প্রসঙ্গত দলীপে খেলা যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, শুভমন গিলরা প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন। লোকেশ রাহুল অবশ্য তেমন ছন্দে ছিলেন না। সঞ্জয় মঞ্জরেকর বলছেন, ‘অনেক লম্বা সিরিজ রয়েছে, তাই বিরাটরা যে রানে ফিরবে না তেমনটা নয়। ওরা পরের ম্যাচ থেকেই রানের মধ্যে ফিরতে পারে। তবে একটা ছন্দের মধ্যে থাকতে গেলে অনেক সময় দলীপ ট্রফির মতো ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেদের খেলার মধ্যে রাখতে হয়। সেটা না করতে পারলে দিনের শেষে নিজেরই ক্ষতি হয়, তাতে আর কারও কিছু নয়’।